আজান

মৈথুন কাঁটায় বিঁধে
যতই গভীরে যাও আরাম আরাম

উফ্ থেকে আহঃ এর দূরত্ব 
দৃষ্টির সম্মুখে বসে কথার তফাত
এবং সময়৷

হে ব্যাধ শরের গ্রাস এ
পিষে দাও৷ মোক্ষের গ্রেপ্তার৷
নিঃশুল্ক হৃদয় নেড়ে সুস্বাদু রন্ধন
ভোগ কর সমুহ আহার৷

আয়েশি কথার শেষে বিলাসি কল্পনা
সৌখিন প্রণয়৷
গুণমুগ্ধ সুর ভাঙা বর্ণহীন পাখি

সে তোমার আজান শোনে কী?
           ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত