বিচার্য

মতের অন্তর থেকে মতান্তর পর্যন্ত সময়৷
আন্তরিক-ও সীমান্তে পৌছায় বিলম্বিত লয়ে৷

গড়াচ্ছি... 
       গড়াচ্ছি...
            ধাক্কা খাচ্ছি প্রতিটি মাইলস্টোনে৷ 
            সুন্দর পাথরে পিছলে পড়লে
তেমনই সুন্দর লাগে 
                     কাটা ছেঁড়া নখর-আঁচড়৷
আছাড়-ই সম্ভাব্য সত্য৷

যে ভূমি মাখন, তার গোড়াই বিচার্য ব্রিজ৷
             অন্ধকূপ 
                     ক্ষণের 
                            প্রনয়৷
ভালবাসা শিউলি হোক, গোলাপ কখনো নয়৷
                     ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত