গ্রহণ

শুকনো গলা, ঘুমিয়ে পড়েছে দিন৷
পিচের ওপর শ্রমিক চাকার দাগ৷
পিঁপড়ের দল গোটাচ্ছে আস্তিন৷

রাতের চাদরে এলিয়ে পড়ে গা..
জানলা খোলা, লাভার মতই রাত৷
ক্লান্ত ভোরে শেয়াল ডাকে না৷

মাথার ভেতর কাজের তাড়ায় ঘুম৷
লিটার খানেক ঘুমের চোখেই শেষ৷
নয়তো কল্প দৃশ্যতে মৈথুন৷

কে কার মাটিতে গ্রহণ লাগাতে যায়?
নিজের হাতেই কোতল করেছি দেশ৷
ডিনার ভুলেছি স্বল্প ব্যস্ততায়৷

হাওয়ায় ঢোকা মধ্য রাতের ছাঁট
নগ্ন স্তনে ঠান্ডা শিহরণ
ছোঁয়ার আগেই সিক্ত করছি হাত৷

দু-চার ফোঁটায় নিমগ্ন কম্পন৷
তৃপ্ত দেহ, উলঙ্গ মৌতাত৷
                  ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য