শ্বাপদভূমি

নপুংসক জ্ঞান তোর জিভের ডগায়৷
কুঁড়ি থেকে পাপড়ি ছিঁড়তে মরিয়া বুভুক্ষু৷

স্নিগ্ধ নদী পাল্টে গেছে লাভার গরলে৷

ধিক্কার..
     ধিক্কার..
            ঈশ্বরে সমীহ লুপ্ত৷
                            ভাগশেষে বিকার!!
হে আত্মা, বরণ করো মৃত্যু৷
                 শিক্ষাভূমি বিলুপ্ত গান্ধার৷

দ্বিধা হও হে ধরনী, 
           এই শ্বাপদ-লালসাভূমি আমার দেশ না৷
                    ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য