মালিকানা

যখম কখন ঢোকে ঘরে? 
                            চোরের মতই শূন্যতায়৷
স্থাপত্য ভাষ্কর্য মুঠো করে, বাঁচার স্থায়ীত্ব নিয়ে যায়৷

নতুন সামান ছিল না তো? 
                         সে কবেই উর্ধ্বে বাষ্পগামী৷
যেটুকু জমিন বাকি ছিল... হস্তান্তর, দলিলও বেনামি৷

মাটি-ই তো, ক্ষয় হয় তারও৷
                          জরিপ ফিতেয় পাই-টু-পাই...
ঠিকানা যদিও থাকে একই, মালিকানাটুকু বদলে যায়৷

যেভাবে গুটিয়ে রাখি জামা,
                            ভাজ করা বুকের আস্তিন৷
হাফ নয়, পুরোটাই আছে৷ আস্তে আস্তে খুলি প্রতিদিন৷

যে দিন থেকে ব্যবসা হবে না, 
                          মিথ্যে ট্রাক, শূন্যতা রাস্তায়...
গোডাউন লিখে নিও প্রিয়, ছুঁড়ে দিও স্বত্ব পরিখায়৷
                       ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য