মাইলস্টোন

বিলাস মাইলস্টোন৷ উহ্য প্রিয় প্রজাপতি৷
সবাই সুখের দাস, প্লেনে উঠি উচ্চতা নিরীখে৷
বীরগতি শ্রবণ মধুর, পিপড়েও চায় সদ্গতি৷
যেন আজীবন জ্বলে যাবে ঘর ময় সুখের জোনাকী৷

প্রতিটি ঠিকানা টানে৷ অপ্শন হাজারো দিকে দিকে৷
পকেটের ভার বুঝে চয়েসের এসি ট্যাক্সি - বাস৷
লাইফ লাইন ছেড়ে কারোই তো নেই অবকাশ
দেখে নেওয়া, মাঝারি গতিতে চলা বাইক আরোহীটিকে৷

কয়েনের উল্টো পিঠে সমতুল্য ব্যবসাদারি চোখ৷
যেভাবে কাপড় কিনি রঙের ঔজ্বল্য দেখে...
হাজার বছর যেন উড়ে যাবে যৌবন পুষ্পক৷
মৃগও স্খলন করে, কাছে চায় রূপসী সীতাকে৷

যুগের শেষেও ঘরে একই ছবি, রঙ , তুলি দেখি৷
যেন আমরণ ওড়ে মরীচিকা, প্রেতের জোনাকী৷
                         ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট