উত্থান

মরশুমি ঝড়ের ধাক্কা, খন্ড খন্ড কোমরের হাড়৷
শাদা ঘরে জেগে থাকে ফেলে আসা পতন-পাহাড়৷

ভেতরে লুকান কুয়ো,
             কখনো ওঠেনি মুঠো জল৷
                             বন্ধ্যা, মায়োপিয়া চোখ৷
                               শুকনো কিছু ফুলের স্তবক৷
               মরূঝড়, খালি আস্তাবল৷
যুদ্ধ, না কী শব্দকোষ প্রিয়?

ডুবে যাও
        ডুবে যাও
              স্কুবাডাইভ-এ দেখে এস
                         গুপ্ত ধন, রঙিন সভ্যতা৷
প্রতিটি নতুন ঢেউয়ে ত্রুটি ধোওয়া সামুদ্রিক প্রথা৷

অনাবাদী মন্ত্র শুনে চলমান পাথরের দিন৷
কবিতা কফিন থেকে তুলে আনে মৃত ক্লোরোফিল৷
                        ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য