স্ব-সন্ধান

জ্বলজ্যান্ত ভাবনাগুলো ঘুমিয়ে পড়েছে৷
যেভাবে দিগন্তরেখা ছোঁয়ার প্রয়াসে
পাখিদের ডানার স্খলন৷

উড়তে উড়তে হৃদয় বিস্মৃতি, ঘিরে ধরে
বোলতার ঝাঁক আসন্ন যুদ্ধের শিবিরে৷

শুনতে পাইনা শুধু নাভির নিনাদ,
বারুদের গন্ধ শুঁকি নিয়ম মাফিক৷
শতাব্দীর ঘাম, ডিপ্রেশন৷

পুনর্জন্ম নিতে মোমবাতি জ্বালিয়ে রাখতে হয়৷
বন্যা শেষে বেঁচে ফিরে
                           যেভাবে নতুন ঘর তোলে৷

ঢুকে যাও...
         ঢুকে যাও...
                       খুঁজে নাও নাভির ভেতর
বিস্তীর্ণ ব্রহ্মাণ্ড যেখানে নিঃশব্দে ঘোরে৷
                     ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত