গন্ধ

গন্ধেরা নাবিক হয়, প্রতিটি জাহাজে৷
বাতাস কম্পাস বলে ওইইখানে বাবা৷

নিমপাতা খুঁড়ে বটগাছটিকে পেলাম যখন
                       ততদিনে বুঝতে শিখে গেছি৷
রান্না শেষে যে মাড় গড়ায়...
          সে তার বিষাদ গিলে ভাত বেড়ে যায়৷

গন্ধেরা আবেগ হয়, জরায়ুর ঘ্রাণ রক্তবাহে৷
আগুন ধারণ করে যে উনুন জগৎ বাঁচায়..
সে সকল আব্দারের ঝুলি৷

সুখের ঘ্রাণের স্নেহ সকলের নয়৷

গন্ধেরা আগুন হয়৷ সদ্য স্নানের পর
স্ত্রী ও এক ছাতিমের গাছ৷
জলবিন্দুগুলি খোলা পিঠের ওপরে
তৃষ্ণার্তের জিভ বেয়ে গলার ভেতর৷

বরফের ঋতু শেষে ধ্রুপদী প্রলয়৷

গর্ভে জ্যোৎস্না, মাঠে ঘ্রাণ নতুন ধানের
সন্ধি থেকে উঠে আসে বুকে৷

হে গন্ধ শিকার করো, বাতাস কণায়
আজীবন - আমরণ থেকে যেতে চাই...
                   ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট