আলেয়া

বন্ধ কাঁচে ঝাপসা অনুভূতি৷
সময়ের ওয়াইপারে দু-ফোঁটা মুহূর্ত মোছে আর..
ধান ঝাড়া শেষে পোড়ে তুষ, বিশ্বাসে আলেয়া৷

নাভি থেকে কথা ওঠে কানে৷
স্টিলের চেয়ার থেকে যেভাবে স্টেশনে বসে শুনি 
কবে ঠিক ছেড়ে যাবে ট্রেন, কানে আসে ভবিষ্যৎবাণী৷

শব্দ, না কী মন ভাঙা তোপ!!
বারুদ এখনো মোছো গায়ে? রক্ত মাখা কাপড় শুকানো
স্পিড ফ্যানে৷ গরম লাভার মত, ঠোঁটে ব্ল্যাক ক্যাপুচিনো৷

সামনে ফুড প্লাজা, জনতা আহার৷
ক্ষিধেও প্রচুর তবু... অন্তরপাঠে শিখেছি বাবুমশাই
সব ফুলই প্রেমিকের, তবু কিছু ফুল বাগানের নয়৷
                      ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য