বারুদ
নিজেরই ভেতর
গুটিয়ে যাচ্ছ রোজ...
মৈথুনরত যত
অদ্ভুত ছেলেরা৷
ক্ষতবিক্ষত পাইলস
গদির দু-পাশ থেকে
দু-মুঠো খাবার নয়
বার্গার, ব্রান্ডি, শীৎকার চাটে৷
পৈত্রিক চাদর
ছুঁড়ে ফেলা সহজ৷
অবৈধতার মত
মাথা নীচু করে ঘরে ফেরা৷
সযত্নেই তুলে রাখে বিষ
মূর্খ অসুরদল দেখে৷
নির্বাচনের সময়
পঙ্গুত্বের ডান্ডা ঘোরে মাঠে৷
নীল কণ্ঠে জেগেছে স্থবির, স্তব্ধতার আগুন ছড়াল৷
প্রতিটা বিস্ফোট জানে কতটা বারুদ জমা ছিল৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..