দৌড়

মধ্যবিত্ত থেকে আভিজাত্যে পৌছোতে পৌছোতে
শুকিয়ে আসে রক্তকণিকা, 
                                      পুরুষ পাথর৷

পেট্রোলের বাড়বাড়ন্ত..
         ঘর থেকে দু-পা বেরোলেই 
                        দেশলাই আগুন জ্বালে৷

পাশের দোতলা বাড়তে বাড়তে 
                                               শহিদ মিনার৷
গাড়ির চাকাও গ্রীষ্মের তাপের মত৷

শৈশবের পাতা ওল্টালেই আর বাঁচা হয়না৷
            দৌড় শুরু...
                      রক্তাল্পতা...
                                     পঙ্গু৷
             খোলস ছাড়ার অপেক্ষায়৷
                   ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য