দৌড়
মধ্যবিত্ত থেকে আভিজাত্যে পৌছোতে পৌছোতে
শুকিয়ে আসে রক্তকণিকা,
পুরুষ পাথর৷
পেট্রোলের বাড়বাড়ন্ত..
ঘর থেকে দু-পা বেরোলেই
দেশলাই আগুন জ্বালে৷
পাশের দোতলা বাড়তে বাড়তে
শহিদ মিনার৷
গাড়ির চাকাও গ্রীষ্মের তাপের মত৷
শৈশবের পাতা ওল্টালেই আর বাঁচা হয়না৷
দৌড় শুরু...
রক্তাল্পতা...
পঙ্গু৷
খোলস ছাড়ার অপেক্ষায়৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..