নগ্নচক্রব্যুহ

আহার চাইতে... চপ দিলে৷
চাকরি নেই, তো... ঢপ দিলে৷
ভোটের ব্যালটে না চাইতেই
                 শশ্মান ঘাটের গঙ্গাঁ আসে৷
কী আনন্দ
         কী আনন্দ
সায়ানাইডের কুয়োয় খুঁজতে জল
                   ডুবছে পঙ্গু, মুমূর্ষু, সন্ত্রাসে৷
শিক্ষা গর্ভে ভেজাল খনির গন্ধ,
                         ভূত বাক্য নগ্নচক্রব্যুহে৷
ক্লীবের মতই ছিন্নমুষ্ক শাশক
               ললাট চাইতে বুলেট ফেরালে৷
                ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য