অনুযোগ

সেদিন কদম তলে দুজনার ঝগড়া
ফল কী বীজের জন্য... না বীজ ফলের...

এ কেমন কথা? দেহ মনের, না কী উল্টোটা৷

এসব ঝালমুড়ি গিলতে গিলতে 
হঠাৎ নুনের ডেলা জিভের ডগায় যেন৷

সবার বিচার হয় সন্ধে নামার সময়৷
ফিরে আসে ওপারের লঞ্চ, পাখি, ঢেউ৷

নিজের বিচারে ঠিক ফাঁকি৷
যা কিছু তোমার তাকে নিজের ঠিকানা ভেবে
স্তবের পাতায় লিখে রাখি৷

শরের শরীরে লাগা কালি ও তুণীর 
জানে... কবিকে লেখেনা শুধু কেউ৷
                    ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য