উষ্ণতা

উষ্ণতা ছুঁয়েছিল কোন এক কস্মিনকালে,
ব্ল্যাঙ্কেট ঢাকা মন প্রেম খোঁজে শীতের সকালে৷

জুবুথুবু শালিকের ঠোঁটে জমে বিশ্বাস ক্ষীণ,
দীর্ঘশ্বাস ছাড়া ব্যাচেলর প্রথাও প্রাচীন৷

কুয়াশায় কথা বলে ঘাসে ঢাকা পার্কের কোণ,
উষ্ণতা বিনিময়, চারে ঠেকে ডিগ্রি যখন৷

আদরের হাত ধরে জগিং-এর সাথী সারমেয়,
স্বার্থহীনের মত ভালবাসা দিয়ে যায় সে ও৷

শৈশব ফিরে যায় হাঁড়ি ভাঙা খেজুরের রসে,
গ্রাম বাংলার বুকে এভাবেই শীত নেমে আসে৷

পিঠে-পুলি, তুসু গান, ছেঁড়া কাঁথা, তবু সমাদর,
শহুরে রাস্তা ধরে শূন্যতা মারছে আঁচড়৷

ট্রামের জানলা ঘেঁষা কুয়াশার প্রবহমানতা,
এক ফোঁটা প্রেম যদি খুঁজে আনে খোয়া উষ্ণতা..
                          ✍ প্রভাত..💌

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য