ছিন্ন বীণা

আবেগের ঝড়ে উড়ে গেল পাখি,
বাস্তবের কালো ধোঁয়ায় অনভ্যস্ত শ্বাস
আগুনের আঁচ পায়নি তখনো৷

বিবাগী কী সত্যিই ছিল সে?
ভালবাসার রক্তগোলাপের পাঁপড়ি সাজানো
হৃদয়ে তখন তানপুরার সুর৷

কি ছিল তার নাম?
সে আজও আছে৷ ইন্দ্রিয় স্পর্ষ করা বাতাসে
গন্ধটা বেঁচে আছে ঠিক৷
নিত্য নতুন সুরে বেজে ওঠা বীণা
নিমেষেই মেশে ইতিহাসে৷ আবর্জনার স্তূপ থেকে
দুর্গন্ধ হয়ে ফিরে আসে বাতাস৷

হঠকারি ঝড়ে ছিঁড়ে যায় সুর তোলা তার৷
বিধ্বস্ত হৃদয়ে সময়ের প্রলেপ৷
আবার নতুন পথ চলা৷
এভাবেই...
                     ✍ প্রভাত..❣

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য