কালশিটে

এক পেয়ালা জলেও যখন ডুবতে লাগে ভয়,
নতুন ভোরের সূর্য ডুবে হঠাৎ সন্ধে হয়৷

অতীত থেকে কুড়িয়ে আনি ভবিষ্যতের ভিত,
বাকল খুলে নগ্ন পথিক, বেহায়া সম্বিত৷

জীবন কঠিন অঙ্কে বাঁধা, সূত্র হারা চোখও৷
পাংশু বুকেও বাঁচার রসদ, চাঁদের কাছে শেখো৷

তবুও কেন ভরাই পাতা বিজগণিত আর এক্স-এ,
দূরেও কোন বোহেমিয়ান চোখের পাতা শেঁকছে৷

বালির স্তরে গভীর শেকড়, আঁকড়ে থাকে ভিটে,
জ্যোৎস্না মাখা রাতও মোছে দগদগে কালশিটে৷

রাত ডিঙানো তপ্ত ঢেউয়ে অন্তমিলের রোদ,
ছন্দে বাঁচুক মন্দ জীবন৷ নীরব প্রতিশোধ৷
                    ✍ প্রভাত.💌

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য