মাইলস্টোন

দু-দিক জমে বরফে৷ কনকনে৷
ও প্রান্তে হোক সব অপরাধবোধ৷
দূরত্বকে সরল রেখায় টেনে,
যে যার মত নিচ্ছি প্রতিশোধ৷

গলবে বরফ, ভাঙবে নীরব সমর,
বুকের কোণায় কুড়িয়ে রাখি রোদ৷
দ্বিধার জাহাজ৷ সম্পর্কের সফর,
মাটির নীচে অহংকারের স্রোত৷

খুঁচিয়ে কথা আঁচ তুলে দিই আরও,
কার আশকারায় গুঁড়িয়ে দিলাম সেতু?
বন্য সোহাগ৷ বাঁধ হারা সংসারও
সোনার কাছে কম পড়ে যায় ধাতু৷

হীরের আশায় কয়লা মাখি রোজই,
সস্তা ঝলক আজ অনেকেই কেনে৷
স্বর্গ আবার ভিন্ন দিশায় খুঁজি,
নতুন পাহাড়, অন্য মাইলস্টোনের৷
              ✍ প্রভাত.💌

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য