শেষ
সময় মাপার নাম দিয়েছি বছর৷
ব্যাপ্তি কত? কবেই বা তার শেষ?
গলার ভাঁজে আটকে আছে পাথর,
শেষ যাত্রায় রঙীন হয়েছে দেশ৷
শঙ্খ নিনাদ, জয়ধ্বনি, উলু,
অধ্যায়? না কি মহাভারত অন্ত?
পিছলে যাবার রাস্তা বড়ই ঢালু,
ভুলতে মজা এতই! কে বা জানত৷
পাপের বোঝা বইবে কি আর থান ইঁট?
কাঁচের ভেতর বন্ধ হবে চিৎকার?
রাস্তায় ফের নগ্ন হবেনা পার্কস্ট্রীট,
এমন একটা শেষ পুঁতে যাওয়া দরকার৷
ভীড়ের ওপর ভীড় বাড়ছে আরও,
আদর করে খাইয়ে দিও দরবেশ৷
সিল হয়ে যাক ধর্মগুহ্যদ্বারও,
শেষ থেকে হোক জন্ম নতুন অভ্যেস৷
✍ প্রভাত..💌
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..