আদরখানা

দৃষ্টি প্রদীপ ভালবাসার৷ কোন দেশে কার বুকের ক্ষয়!
ছবির টানেও কলম চলে, হৃদয় যখন প্রেম বিলোয়৷

ঠোঁটের ওপর গোলাপ কুঁড়ি, রং খুলে যায় পাপড়িতে৷
স্পর্ধা জাগে আদরবাসার ঈশ্বরীয় পাপ নিতে৷

ঈশ্বরও কী নিখুঁত এতই! গোলাপ জলে দুধের স্নান!
যাক চুলোতে নিষেধ বিধি, হৃদয় যখন নিষ্ঠাবাণ৷

নিমেষ কাটে প্রহর শেষের, মিলন তিথির ডাক পাঠাই৷
মিলবে ঠিকই দিগন্তেরা, একটু প্রেমের স্পর্শ চাই৷

দুই দ্রাঘিমার মধ্যে এ কোন্ অন্ধকারের মারণ কূপ?
এক আকাশ এই অন্ধবাসার জগত দেখুক বন্য রূপ৷

প্রেমবাসরের ফুলের ভেলায় ভাসিয়ে দিও স্বপ্নালোক,
ভোরের প্রথম নিঃশ্বাসে কাল তোমার বুকের গন্ধ হোক৷

যত্নে গড়া আদরখানার শক্ত যখন প্রেমের ভিত,
নতুন ভোরের ফুল ঝরানো সাইক্লোনেরও সপ্নাতীত৷
                   ✍ প্রভাত.💌

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য