ইতিহাস

ইতিহাসও বলে যায় কিছু, ছবিতেও৷ বিবর্ণ৷ মলিন৷
কোন্ সেনা শহীদের দলে, কে আজও বিচারাধীন৷

প্রাসাদের টানে আসা মুখ, পরিযায়ী পাখি নিশ্চয়,
মেকি উল্লাসে যারা মাতে, তারা অতীতের কেউ নয়৷

বিদেশিয় প্রেমিকের হাত প্রেমহীন, ভুয়ো দস্তানা৷
পরিচর্যায় থাকা শ্রেনী, একা মাঝি৷ লুপ্ত ঠিকানা৷

গরাদের দ্বার কেউ খুলে মাঝরাতে দেখেনি কখনো,
ছেড়ে আসা আত্মার ডাকে ইতিহাস কাঁদছে এখনো৷

কে যে ঠিক ভালোবাসে, কারা বাঁচে মধুর আশায়,
সময় উল্টো ঘুরে গেলে ইতিহাস বোবা হয়ে যায়৷

স্ট্র দিয়ে শুষে নেওয়া ঠোঁট, ছুঁড়ে ফেলে, শেষ হল যেই,
ভুল তবু বারে বারে আসে সময়ের আবর্তনেই৷
                      ✍ প্রভাত..💌

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত