ঘাস
বিশেষ মানুষ বিষ ঢেলে যায় সদ্য ওঠা ঘাসে,
অশ্রু ফোঁটায় অ্যাসিড ঝরে স্মৃতির ক্যানভাসে৷
লেপের তলে ঘুমায় হৃদয়, স্বপ্ন হারা চোখও,
আমার পাড়ায় রাত্রি৷ তুমি অন্য আদর মেখো৷
কষ্ট আঁকায় ব্যর্থ যখন নরম তুলি, নতুন রঙ,
লাল গোলাপের পাপড়ি ঢাকে শুকনো ছাইয়ের আস্তরন৷
রক্তমাখা হৃদয় জুড়ে ভালবাসাও ভুল প্রথা,
জড়িয়ে ধরা বালিশ জানে শেষ প্রেমের বদান্যতা৷
হঠাৎ, যখন কষ্টে ভাটা, শান্ত যখন ঝড়,
নতুন প্রেমে মন ভোলানোর ভুল করে ঈশ্বর৷
আবার যখন সবুজ লাগে শুকনো ঝরা ঘাসে,
মিথ্যা প্রেমের স্পর্ষ খুঁজি শীতের ভোর আকাশে৷
✍ প্রভাত.💌
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..