কিসমতফুল

মকরের রাত জুড়ে নেমে আসে অতীতকুয়াশা৷
ব্ল্যাঙ্কেট ঢাকা জ্বর ফিরে চায় প্রিয় ভালবাসা৷

আঠাশ পেরিয়ে আজ বাংলায় জন্মের দিন,
কোনক্রমে বেঁচে যাওয়া চোখ জানে নিদাঘের ঋণ৷

মাথা ভাঙা কলমের নিবে আঁকা বিষাদের যোনি,
সাদরে উগরে যায় প্রেমহীন ভাগ্যলেখনী৷

কিসমতফুল খোঁজা পিঁচ ছেড়ে কাঁকরের পথে,
জড়তার ধূলো বসে আঠাশের জমে থাকা ক্ষতে৷

প্রজাপতি ভীড় করে৷ ভোমরা, সে ও বড় জ্ঞানী৷
ঠোঁট জুড়ে আদরের প্রেম নিয়ে কেউ তো আসেনি৷

একবুক তুলো চাই৷ শরীরের৷ শীত ঢাকা ঘরে৷
আশার ঝরনা বেয়ে এক ফোঁটা প্রেম যদি ঝরে...
                       ✍ প্রভাত..💌

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত