খোলস

জীবনের মূহুর্তেরা বড়ই ক্ষণস্থায়ী৷ কুহেলিকা৷
রোমে রোমে বাসা বাঁধে বিষাদ, কিছু অভিনয়৷
শেষ দিনে স্মৃতিহীন মাঠে একা পাখি৷ ভূমি খাঁ খাঁ৷
শেষ নিঃশ্বাসটুকু ফেলে রেখে চলে যেতে হয়৷

গরমের আঁচ ভুলে শীতল ছায়া, আন্তরীকতা৷
হাসি ঠাট্টার মাঝে বেঁচে যাওয়া মরমিয়া দিন৷
সময়ের পরিসরে অতীতকে ভোলাটাই প্রথা,
ঢেউ ছোঁয়া বালুচরে মুছে যাওয়া বালিলেখনীর৷

দিশাহীন মন খোঁজে বটছায়া, ক্লান্তি যে যার...
সঁপে দেয় ছায়া তলে, ভরসার মহীরূহ বটে৷
ভাগ্যক্রমে কেউ পেয়ে যায় ভালবাসা ধার,
অন্তিমে খোলসটা পড়ে থাকে সমুদ্রতটে৷
                      ✍ প্রভাত..💌

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য