শিকারা

সাধ করে সাজিয়ে নিয়েছি শিকারা৷
প্রতিদিন দাঁড় টেনে ঘরে ফেরে, ওরা কারা?
কিছু কিছু নিষ্পাপ জল আজও বাস্তুহারা৷

কাশ্মীরি শান্ত প্রদেশ, 
ভিটেমাটি ছাড়ে কারও দেশ৷ 
কারও প্রবেশ, কেউ অনুপ্রবেশ৷

দাঁড় থেকে উড়ে গেছে দাঁড়কাক
ভূমধ্যসাগরে৷ বদল৷ উড়ে বসে বিষ মৌচাক৷
গণধর্ষিতা দেশ নির্লিপ্তে বলে, খাক, ওরা খাক৷

দগ্ধ, বিদ্ধস্ত ভূমধ্যসাগরের ঝড়ে
ডুবুরিরা মৃতপ্রায়, জাহাজের অপেক্ষা করে৷
পাঁক ছেড়ে উঠে আসে কেউ, পাকের শিয়রে...

মৌ ঝাঁক তেড়ে আসে বুকে,
এ হালে আগুন ধরে না হাতে কোন উজবুকে?
দেশ বলে জ্বালো জ্বালো৷ পা ফেলো আজ ফুঁকে ফুঁকে৷

গণধর্ষনে ফালাফালা!! দিশেহারা..
শান্তির দুধ জানে প্রসবের জ্বালা? রাত্রি পাহারা৷
দিন ঠিকই উঠবে, কবে? উত্তরে, নিরুত্তর বেয়ারা৷

আজও পড়ে, ঝিলে৷ আস্থা বিচারে, আমার শিকারা৷
                     ✍ প্রভাত.💌

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য