উপন্যাস

রাহুর গলায় আটকে গেছে চাঁদ,
জ্যোৎস্না হারা শূন্য ফোটে ছাদে৷
আগুন ছেঁকে জল আনে সংবাদ,
এক এক সময় ভুল হয় অনুবাদে৷

ঘুম হারানোর বেবাক নীরবতা,
পর্ব নতুন৷ পুরানো অধ্যায়...
উপন্যাসের উল্টে গেছে পাতা,
ঝরণা আসে৷ অতীত ধুয়ে যায়৷

জানলা খুলে হৃদয় মেলে বসি,
শুকনো পাতার শব্দ আসে কানে৷
মুখড়া বাজে৷ অন্তরা ভিনদেশী৷
তবলা ছাড়াই জলসা নামে গানের৷

ডায়রি খোলা, তাল ভুলিনি আজও৷
হাত বাড়িয়ে প্রেম ছুঁড়ে দেয় শ্রোতা৷
রঙিন যখন গজলের আলফাজও,
উপন্যাস আজ বন্ধ রাখাই প্রথা৷
               ✍ প্রভাত.💌

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য