হৃদয়ফুল

ঈশ্বরীয় গৌণ বিধি, ভরসা থাকুক কর্ম তে..
স্থাপন করুন বুদ্ধ আর এক ভালবাসার ধর্মকে৷

আগ্নেয়গিরি৷ সুপ্ত, গভীর৷ শব্দ জাগায় বিস্ফোরণ৷
বুকের ওপর বিদ্বেষী এক গরল লাভার আস্তরন৷

এক নিমেষে ধর্ম বারুদ অনুরাগের ঘর জ্বালায়৷
পাহাড় সাজাই অনুভূতির হৃদয় যখন বাঁচতে চায়৷

মিষ্টি কোন ঝরণা ধারা, অসন্তোষের কারণ নয়৷
পূর্ণিমা সেই চাঁদেই ফোটে, কারোর ঈদের সন্ধে হয়৷

কোন কেতাবে মারছে মানুষ, কার ঘায়ে কার চোখের জল!!
সাজাই আমি ভালবাসার স্বপ্ন ঘোড়ার আস্তাবল৷

কে নাম দিলেন ঈশ্বরের আজ? মৌলবি না সন্যাসী?
ঋক্ বেদিয় ঐতরেয়-ও এক ঈশ্বরেই বিশ্বাসী৷

বেদ গেলা ওই বন্ধ চোখেই তমশ্ দেখায় কোরাণ ভুল৷
মনবাগিচার মারণ কীটে বিদ্ধ তখন হৃদয়ফুল৷

আদরবাসায় স্তব্ধ করি বিভেদ শরের মারণ বাণ,
দুই বাহুতে আঁকড়ে ধরে ভালবাসার বেদ - কোরান৷
                          ✍ প্রভাত.

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত