Posts

Showing posts from January, 2018

অক্সিজেন

Image
শূন্য আকাশ৷ ছন্নছাড়া, বোহেমিয়ান পাখির মত৷ উল্টে গেলে কয়েক পাতা নতুন প্রেমিক জন্ম নিত৷ আগুন জোয়ার উঠছে না আর, বন্ধ্যা তিমির খুঁড়ছে যে যার.. রঙিন মরিচিকার টানে ছুটছে সবাই সাধ্য মত৷ উল্টে গেলে কয়েক পাতা নতুন প্রেমিক জন্ম নিত৷ সাগর তলে, অন্তহীনে, সিলিন্ডারের বয়স কত? থাকলে বুকে সূর্য তবু অক্সিজেনের জন্ম দিত৷ ডুবছি, ডুবছি, ভাসছি না আর৷ গ্রহের মতই ঘনান্ধকার৷ এক এক শ্বাসে তলিয়ে গেছি, মৃতই, কোন জড়ের মত৷ থাকলে বুকে সূর্য তবু অক্সিজেনের জন্ম দিত৷ খাচ্ছি হোঁচট অন্ধকারেই৷ শরীর জুড়ে রক্ত, ক্ষত৷ উল্টে গেলে কয়েক পাতা নতুন আলো জন্ম নিত॥                      ✍ প্রভাত.💌

শিকারা

Image
সাধ করে সাজিয়ে নিয়েছি শিকারা৷ প্রতিদিন দাঁড় টেনে ঘরে ফেরে, ওরা কারা? কিছু কিছু নিষ্পাপ জল আজও বাস্তুহারা৷ কাশ্মীরি শান্ত প্রদেশ,  ভিটেমাটি ছাড়ে কারও দেশ৷  কারও প্রবেশ, ক...

কালশিটে

Image
এক পেয়ালা জলেও যখন ডুবতে লাগে ভয়, নতুন ভোরের সূর্য ডুবে হঠাৎ সন্ধে হয়৷ অতীত থেকে কুড়িয়ে আনি ভবিষ্যতের ভিত, বাকল খুলে নগ্ন পথিক, বেহায়া সম্বিত৷ জীবন কঠিন অঙ্কে বাঁধা, সূত্র হারা চোখও৷ পাংশু বুকেও বাঁচার রসদ, চাঁদের কাছে শেখো৷ তবুও কেন ভরাই পাতা বিজগণিত আর এক্স-এ, দূরেও কোন বোহেমিয়ান চোখের পাতা শেঁকছে৷ বালির স্তরে গভীর শেকড়, আঁকড়ে থাকে ভিটে, জ্যোৎস্না মাখা রাতও মোছে দগদগে কালশিটে৷ রাত ডিঙানো তপ্ত ঢেউয়ে অন্তমিলের রোদ, ছন্দে বাঁচুক মন্দ জীবন৷ নীরব প্রতিশোধ৷                     ✍ প্রভাত.💌

আদরখানা

Image
দৃষ্টি প্রদীপ ভালবাসার৷ কোন দেশে কার বুকের ক্ষয়! ছবির টানেও কলম চলে, হৃদয় যখন প্রেম বিলোয়৷ ঠোঁটের ওপর গোলাপ কুঁড়ি, রং খুলে যায় পাপড়িতে৷ স্পর্ধা জাগে আদরবাসার ঈশ্বরীয় পাপ নিতে৷ ঈশ্বরও কী নিখুঁত এতই! গোলাপ জলে দুধের স্নান! যাক চুলোতে নিষেধ বিধি, হৃদয় যখন নিষ্ঠাবাণ৷ নিমেষ কাটে প্রহর শেষের, মিলন তিথির ডাক পাঠাই৷ মিলবে ঠিকই দিগন্তেরা, একটু প্রেমের স্পর্শ চাই৷ দুই দ্রাঘিমার মধ্যে এ কোন্ অন্ধকারের মারণ কূপ? এক আকাশ এই অন্ধবাসার জগত দেখুক বন্য রূপ৷ প্রেমবাসরের ফুলের ভেলায় ভাসিয়ে দিও স্বপ্নালোক, ভোরের প্রথম নিঃশ্বাসে কাল তোমার বুকের গন্ধ হোক৷ যত্নে গড়া আদরখানার শক্ত যখন প্রেমের ভিত, নতুন ভোরের ফুল ঝরানো সাইক্লোনেরও সপ্নাতীত৷                    ✍ প্রভাত.💌

হৃদয়ফুল

Image
ঈশ্বরীয় গৌণ বিধি, ভরসা থাকুক কর্ম তে.. স্থাপন করুন বুদ্ধ আর এক ভালবাসার ধর্মকে৷ আগ্নেয়গিরি৷ সুপ্ত, গভীর৷ শব্দ জাগায় বিস্ফোরণ৷ বুকের ওপর বিদ্বেষী এক গরল লাভার আস্তরন৷ এক নিমেষে ধর্ম বারুদ অনুরাগের ঘর জ্বালায়৷ পাহাড় সাজাই অনুভূতির হৃদয় যখন বাঁচতে চায়৷ মিষ্টি কোন ঝরণা ধারা, অসন্তোষের কারণ নয়৷ পূর্ণিমা সেই চাঁদেই ফোটে, কারোর ঈদের সন্ধে হয়৷ কোন কেতাবে মারছে মানুষ, কার ঘায়ে কার চোখের জল!! সাজাই আমি ভালবাসার স্বপ্ন ঘোড়ার আস্তাবল৷ কে নাম দিলেন ঈশ্বরের আজ? মৌলবি না সন্যাসী? ঋক্ বেদিয় ঐতরেয়-ও এক ঈশ্বরেই বিশ্বাসী৷ বেদ গেলা ওই বন্ধ চোখেই তমশ্ দেখায় কোরাণ ভুল৷ মনবাগিচার মারণ কীটে বিদ্ধ তখন হৃদয়ফুল৷ আদরবাসায় স্তব্ধ করি বিভেদ শরের মারণ বাণ, দুই বাহুতে আঁকড়ে ধরে ভালবাসার বেদ - কোরান৷                           ✍ প্রভাত.

মাইলস্টোন

Image
দু-দিক জমে বরফে৷ কনকনে৷ ও প্রান্তে হোক সব অপরাধবোধ৷ দূরত্বকে সরল রেখায় টেনে, যে যার মত নিচ্ছি প্রতিশোধ৷ গলবে বরফ, ভাঙবে নীরব সমর, বুকের কোণায় কুড়িয়ে রাখি রোদ৷ দ্বিধার জাহাজ৷ সম্পর্কের সফর, মাটির নীচে অহংকারের স্রোত৷ খুঁচিয়ে কথা আঁচ তুলে দিই আরও, কার আশকারায় গুঁড়িয়ে দিলাম সেতু? বন্য সোহাগ৷ বাঁধ হারা সংসারও সোনার কাছে কম পড়ে যায় ধাতু৷ হীরের আশায় কয়লা মাখি রোজই, সস্তা ঝলক আজ অনেকেই কেনে৷ স্বর্গ আবার ভিন্ন দিশায় খুঁজি, নতুন পাহাড়, অন্য মাইলস্টোনের৷               ✍ প্রভাত.💌

উপন্যাস

Image
রাহুর গলায় আটকে গেছে চাঁদ, জ্যোৎস্না হারা শূন্য ফোটে ছাদে৷ আগুন ছেঁকে জল আনে সংবাদ, এক এক সময় ভুল হয় অনুবাদে৷ ঘুম হারানোর বেবাক নীরবতা, পর্ব নতুন৷ পুরানো অধ্যায়... উপন্যাসের উল্টে গেছে পাতা, ঝরণা আসে৷ অতীত ধুয়ে যায়৷ জানলা খুলে হৃদয় মেলে বসি, শুকনো পাতার শব্দ আসে কানে৷ মুখড়া বাজে৷ অন্তরা ভিনদেশী৷ তবলা ছাড়াই জলসা নামে গানের৷ ডায়রি খোলা, তাল ভুলিনি আজও৷ হাত বাড়িয়ে প্রেম ছুঁড়ে দেয় শ্রোতা৷ রঙিন যখন গজলের আলফাজও, উপন্যাস আজ বন্ধ রাখাই প্রথা৷                ✍ প্রভাত.💌

ইতিহাস

Image
ইতিহাসও বলে যায় কিছু, ছবিতেও৷ বিবর্ণ৷ মলিন৷ কোন্ সেনা শহীদের দলে, কে আজও বিচারাধীন৷ প্রাসাদের টানে আসা মুখ, পরিযায়ী পাখি নিশ্চয়, মেকি উল্লাসে যারা মাতে, তারা অতীতের কেউ নয়৷ বিদেশিয় প্রেমিকের হাত প্রেমহীন, ভুয়ো দস্তানা৷ পরিচর্যায় থাকা শ্রেনী, একা মাঝি৷ লুপ্ত ঠিকানা৷ গরাদের দ্বার কেউ খুলে মাঝরাতে দেখেনি কখনো, ছেড়ে আসা আত্মার ডাকে ইতিহাস কাঁদছে এখনো৷ কে যে ঠিক ভালোবাসে, কারা বাঁচে মধুর আশায়, সময় উল্টো ঘুরে গেলে ইতিহাস বোবা হয়ে যায়৷ স্ট্র দিয়ে শুষে নেওয়া ঠোঁট, ছুঁড়ে ফেলে, শেষ হল যেই, ভুল তবু বারে বারে আসে সময়ের আবর্তনেই৷                       ✍ প্রভাত..💌

কিসমতফুল

Image
মকরের রাত জুড়ে নেমে আসে অতীতকুয়াশা৷ ব্ল্যাঙ্কেট ঢাকা জ্বর ফিরে চায় প্রিয় ভালবাসা৷ আঠাশ পেরিয়ে আজ বাংলায় জন্মের দিন, কোনক্রমে বেঁচে যাওয়া চোখ জানে নিদাঘের ঋণ৷ মাথা ভাঙ...

ঘাস

Image
বিশেষ মানুষ বিষ ঢেলে যায় সদ্য ওঠা ঘাসে, অশ্রু ফোঁটায় অ্যাসিড ঝরে স্মৃতির ক্যানভাসে৷ লেপের তলে ঘুমায় হৃদয়, স্বপ্ন হারা চোখও, আমার পাড়ায় রাত্রি৷ তুমি অন্য আদর মেখো৷ কষ্ট আ...

উষ্ণতা

Image
উষ্ণতা ছুঁয়েছিল কোন এক কস্মিনকালে, ব্ল্যাঙ্কেট ঢাকা মন প্রেম খোঁজে শীতের সকালে৷ জুবুথুবু শালিকের ঠোঁটে জমে বিশ্বাস ক্ষীণ, দীর্ঘশ্বাস ছাড়া ব্যাচেলর প্রথাও প্রাচীন৷ ...

খোলস

জীবনের মূহুর্তেরা বড়ই ক্ষণস্থায়ী৷ কুহেলিকা৷ রোমে রোমে বাসা বাঁধে বিষাদ, কিছু অভিনয়৷ শেষ দিনে স্মৃতিহীন মাঠে একা পাখি৷ ভূমি খাঁ খাঁ৷ শেষ নিঃশ্বাসটুকু ফেলে রেখে চলে যে...

ছিন্ন বীণা

Image
আবেগের ঝড়ে উড়ে গেল পাখি, বাস্তবের কালো ধোঁয়ায় অনভ্যস্ত শ্বাস আগুনের আঁচ পায়নি তখনো৷ বিবাগী কী সত্যিই ছিল সে? ভালবাসার রক্তগোলাপের পাঁপড়ি সাজানো হৃদয়ে তখন তানপুরার সুর৷ কি ছিল তার নাম? সে আজও আছে৷ ইন্দ্রিয় স্পর্ষ করা বাতাসে গন্ধটা বেঁচে আছে ঠিক৷ নিত্য নতুন সুরে বেজে ওঠা বীণা নিমেষেই মেশে ইতিহাসে৷ আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ হয়ে ফিরে আসে বাতাস৷ হঠকারি ঝড়ে ছিঁড়ে যায় সুর তোলা তার৷ বিধ্বস্ত হৃদয়ে সময়ের প্রলেপ৷ আবার নতুন পথ চলা৷ এভাবেই...                      ✍ প্রভাত..❣

শেষ

Image
সময় মাপার নাম দিয়েছি বছর৷ ব্যাপ্তি কত? কবেই বা তার শেষ? গলার ভাঁজে আটকে আছে পাথর, শেষ যাত্রায় রঙীন হয়েছে দেশ৷ শঙ্খ নিনাদ, জয়ধ্বনি, উলু, অধ্যায়? না কি মহাভারত অন্ত? পিছলে যাবার রাস্তা বড়ই ঢালু, ভুলতে মজা এতই! কে বা জানত৷ পাপের বোঝা বইবে কি আর থান ইঁট? কাঁচের ভেতর বন্ধ হবে চিৎকার? রাস্তায় ফের নগ্ন হবেনা পার্কস্ট্রীট, এমন একটা শেষ পুঁতে যাওয়া দরকার৷ ভীড়ের ওপর ভীড় বাড়ছে আরও, আদর করে খাইয়ে দিও দরবেশ৷ সিল হয়ে যাক ধর্মগুহ্যদ্বারও, শেষ থেকে হোক জন্ম নতুন অভ্যেস৷                 ✍ প্রভাত..💌