Posts

Showing posts from October, 2017

শাশ্বত

Image
মুক্ত দু-হাত, অন্তিম দিন, ভাল থেকো, বাই.. বলব যেদিন, ছন্দগুলো পড়বে কি আর মনে? শেষ গান ওই একতারাতে, গুটি কয়েক পুষ্পাঘাতে, আসবে কি কেউ শুকনো ফুলের টানে? শিউলি ডালে একটা ফিঙে, আসবে প্রেমের গন্ধ চিনে, আউড়ে নেবে প্রথম লেখা ছন্দ৷ সেদিন তাকে গাইতে দিও, শুনবো কোথাও ঠিক আমিও, শুকবো গাঁয়ের মেঠো পথের গন্ধ৷ অশৌচ রাত, কয়েকটা দিন, বিরক্তি বোধ, বিস্ত্রিতিহীন, বাঁধবে স্মৃতি রঙিন কাঠের ফ্রেম৷ ভালবাসায়, মনের ব্যথায়, খুঁজবে যখন বইয়ের পাতায়, শিখিয়ে যাব নতুন করে প্রেম৷                           ✍ প্রভাত..🌠

সমাধি

Image
উলঙ্গ কাল ছিল রাজা, রাণীমাও মুক্ত কাপড়, কলমের অবমাননাতে সপাটে সে মেরে গেছে চড়৷ রোদচশমায় ঢাকা চোখে অন্তর্দ্বন্দতে  যুঝি, বাংলার তুঘলক হলে, সম্মানও কেনা যায় বুঝি? মুক্তোর মনি মালা ফেলে, নুড়ি ভরি ঘরের শো-কেসে, জঠরে মোচড় দিলে আজও খাই মাখনের অভ্যেসে৷ সাদা কাগজের বুক চিরে, ঝোপ বুঝে নজরুল আমি, বারুদের ভয়ে আজ চুপ, নামী কলমের সংগ্রামী৷ দুটাকার কলমের আঁচে, সৌর ঝড়েরও নত মাথা, বরফকে তাপ বেচে যদি, আগুন না খোলে হালখাতা৷ অন্তমিলের ঠ্যাং ধরে সাহিত্য চড়ে পালকিতে, একটাই নাম লেখা হবে বাংলা ভাষার সমাধিতে৷                         ✍ প্রভাত..🌠

ছিন্ন তার

Image
জয়পুরে আজ গরম? না কি ঠান্ডা খুব? নিথর হৃদয় জ্বলছে আমার কলকাতায়৷ দুই পারে এক ব্যথার সুরে কাঁদছে বুক, ইগোর জেরে তার কেটে যায় একতারায়৷ স্বপ্নে আজও তোমার চুলের গন্ধ নিই, ঠোট ছুঁয়ে যায় তোমার ঠোঁটের লালটাকে৷ জড়িয়ে ধরায় লজ্জা পেয়ে নাকছাবি আদর করে হালকা দাড়ির গালটাতে৷ হারিয়ে গেছে তোমার বুকের উষ্ণতা, মেঘ জমেছে দুই হৃদয়ের চুপকথায়৷ অঝোর ধারায় ঝরবে আবার বৃষ্টিটা, আঁকবো চুমু যেদিন প্রেমের ঠোঁট-ফাটায়৷ ভালবাসার সুরের আশায় দুই হৃদয়ের জুড়ছি তার, লাগাম টেনে স্তব্ধ করি ইগোর পিঠে ঘোড়সওয়ার॥                              ✍ প্রভাত..🌠

ছাপ

Image
সাগরের জলে মেশা লাল, ফুলে ওঠা ঢেউয়েদের বুক, মুছে যাবে ঠিক কোনদিন৷ জনতাই মারবে চাবুক৷ একটা গুলিতে লেখা নাম, চিতায় জ্বলছে অসহায়ে, কালও কিছু নিরীহের লাশ ছিল মোর্চার কনভয়ে৷ অন্ধকারের পথ বেয়ে বেড়ে ওঠে ধুতরার ফুল, সাহারায় দিকহারা জানে, নির্বাচনেই ছিল ভুল৷ বিষ কাঁকড়ার বালুচর, জন মানবের বিভীষিকা, গজনীর লুন্ঠন নীতি ইতিহাসে হুন থেকে শেখা৷ মাতৃদুগ্ধে মেশে বিষ, কারখানা ভরে ওঠে লাশে৷ খন্দকারের কত সুখ! দেখে এস কোন অবকাশে৷ গর্জে উঠবে ওরা কাল, ফুটপাথ, শহরে, পাহাড়ে৷ বিদ্রোহি কবিতার ছাপ আমি রেখে যাব দধীচির হাড়ে৷                       ✍ প্রভাত..🌠

বাস প্রেমিক

Image
ইচ্ছে করেই দেখে নেওয়া একপলক, গালে চুলের লক্স সরিয়ে আড়চোখে৷ বস্তুটি ঠিক কী যেন ওই প্রেম নামক!! জাগিয়ে দিল নতুন আর এক স্বপ্নকে৷ ঘড়ির কাঁটা পাঁচটা ছুঁতেই দৌড় লাগাই, কোন জানলা...

বৈধ অবৈধ

Image
বৈধতা ঠিক বলব কাকে? কোন কলমে পাপ লেখে? একলা বালিশ স্বপ্ন দেখে, প্রেমের অ্যালকোহল মেখে৷ ভাগ্য নাকি জলেরও হয়, চাঁদের ঠোঁটের ঘাম হলে! মন রেখেছে ঈর্ষা নজর তোমার শীতের কম্বলে৷ আ...

দীপাবলি

Image
দিওয়ালির রাত বোঝে ঠিকই, নিঃশ্বাসে যন্ত্রণা কত, বারুদে আগুন নেই আজ, তারহীন গীটারের মত৷ টেবিলেই শুয়ে আছে তারা, এখনো তো ওড়েনি ফানুস, টিমটিমে লাল নীল আলো শুয়ে দেখে একলা মানুষ৷ ...

ফানুস

Image
আকাশ ছুঁতে কলজে লাগে, জ্বালানিতে বিষাদ চাই, হেমন্ততে গানের সুরে চাঁদের চোখে ঘুম জড়ায়৷ গানের ডাকে রামপ্রসাদের, চোখ ছুঁয়ে যায় ঈশ্বরের৷ আলোর চাদর আকাশ ঢেকে তিমির ঘুঁচায় বৈ...

ব্রেকআপ

Image
মনখারাপের দাওয়ায় বসে একলা মন, দাগ কেটে যায় ব্যর্থ স্মৃতির নির্যাতন৷ মনগুলো সব কুঁড়িই ছিল এককালীন, ঘায়েল পাখি দেখছে আকাশ অন্তহীন৷ স্তব্ধ রাতে পা তুলে দিই ফেসবুকে, "দিল" ভেঙেছে হয়তো কথার ভুলচুকে৷ স্টেটাস লেখা হাতের রেখা বলতে চায়, মুক্তো ছাড়াই ঝিনুক আছে ভাগ্যটায়৷ অতীত ভুলতে অ্যালকোহলের সখ্যতা, সিগারেটের ঠোট ছুঁয়ে যায় ব্যর্থতা৷ দুলছে হাওয়ায় বাবুইহারা উল্টো নীড়, লাশের পাহাড় জল ছুঁতে চায় জাহ্নবীর৷ কয়েকদিনেই পিৎজা ভোলে পাখির শিষ, রাস্তাটা চেঞ্জ, এবার না হয় মনজিনিস৷ ফোর জি যুগে ঘড়ির কাঁটা কে মাপে? আবার নতুন মলম লাগাই ব্রেকআপে৷                      ✍ প্রভাত..🌠

নিম্নচাপ

Image
আজ জানলা দিয়ে তাকাই, দেখি বৃষ্টি কেমন আসে, আর জল লাগে না পাতায়, আমার মন ভেজে অভ্যাসে৷ কিছু ভাঙা পাখির বাসা, কত মন জুড়ে বিদ্বেষ, পাল ছেঁড়া নৌকোতে, ঝড় ঠিক রেখে যায় রেশ৷ ঝিরঝিরি বৃষ্টিতে ওদের প্রেম ছুটে যায় ছাদে, কেউ আদর মাখে পাতার, কেউ ক্লান্ত অপবাদে৷ লিখছি বসে ঘরে কিছু ঝরা পাতার কথা, হৃদয় পোড়ে জ্বরে, যখন প্রেম খোঁজে যোগ্যতা৷ শুকিয়ে যাবে ঠিকই, ভেজা অল্প কিছু তুলো,  উড়ছে হাজার স্মৃতি, নরম ঠোঁটের ছোঁয়াগুলো৷ ভাঙা পাখির বাসা জানে ভিন্ন দৃষ্টিকোণ, মেঘ ভেঙেছে, দূরে কোথাও উঠেছে সাইক্লোন৷ গা শিরশিরে হাওয়ায় হৃদয় থার্মোমিটার মাপে, চোখ ধুয়ে যায় জলে, ওঠা মনের নিম্নচাপে৷                    ✍ প্রভাত..🌠

অস্তরাগ

Image
বৃষ্টি ভেজা পথ পেরিয়ে গুমরে মরে দৃষ্টিহীন, ছাইয়ের ভেতর স্বপ্ন ভাবে, ভালবাসা খুব রঙীন৷ মুহুর্তেরা থমকে দাড়ায়, ভীড় জমা ওই রাস্তাতে, ঝাঁঝরা বুকে সৈনিকও তো ভালবাসে৷ আস্থাতে৷ একলা বিকেল সঙ্গহীনা, পথ চলে যায় সাইকেলে, অবাধ্য মন ঠিক ছুটে যায় নেটওয়ার্কহীন ফোন ফেলে৷ বুকের ভেতর লাব ডুবেরা নতুন করে বাঁচতে চায়৷ যাক না থেমে ঘড়ির কাঁটা লোডশেডিং এর সন্ধেটায়৷ ওই চলে যায় একলা গাড়ি, পেছনে যার টান ছিল, পথের কাঁটা লোকের কথা, একলা চলার ডাক দিল৷ শীতের রাতে উষ্ণতা চায় তৃপ্তিহীনা একলা মাঘ, ঘোড়ার ক্ষুরে পেছন ছাড়ে ভালবাসার অস্তরাগ৷                         ✍ প্রভাত..🌠

ব্যর্থতা

Image
বুক কেটে যায় সরীসৃপের, জমা কিছু ইতিহাসের ব্যর্থতায়৷ অকাল দগ্ধ স্বপ্ন জানে ভুল ছিল সেই সম্পর্কের শর্তটায়॥ অলিন্দের এক অংশ বাঁচে ভুল সাগরের মন্থনে, উঠবে নাকি সমাজ জেগে ডুকরে ওঠা ক্রন্দনে? দাগ কেটে যায় মহাভারত, ভুল করেছেন কুন্তীও, কর্ণ কেন পায়না বিচার? জন্মলাভে দোষ কী ওর? অতীত হাতে হাঁটছে জীবন, রাত্রি কাটে নিদ্রাহীন, ভালবাসার ফুল ছড়িয়ে ওকেও তো কেউ বাঁচতে দিন৷ ঘা দিয়ে যায় রসিকতায়, চরিত্রহীন৷ অন্ধকার৷ আঙুলগুলো খসড়া লেখে এই সমাজের ব্যর্থতার৷                         ✍ প্রভাত..🌠

ছুঁতে চাওয়ার মুহূর্তেরা

Image
ছুঁতে চাওয়ার মুহুর্তেরা ছবি দেখেই কাব্য লেখে শুধু, জীবন তোমার সাগর সফেন, ডাকছে আমায় মরুভূমি ধূ ধূ৷ যার বুকেতে অগাধ বালি, আদর দিয়ে ঢাকতে তোমায় পারে, শুষবে তোমার চোখের জলও, মুছবে যত ক্লান্তি বালির ঝড়ে৷ চাঁদের আলো? মায়াবি সে, জ্যোৎস্নাকে তো ঢাকতে পারে মেঘও, শান্তি কত নির্জনেতে, অন্ধকারের কাছেও কিছু শেখ৷ সাগর তো  নয় নীল , আকাশ কত রং ঢালে তার গায়ে৷ বৃথাই কিছু স্বপ্ন দেখায়, দিন কেটে যায় মিথ্যে অভিনয়ে৷ হঠাৎ অঝোর বৃষ্টি এলে গায়ের মেকি রং তো যাবেই ধুয়ে, কখনো যা হয়নি তোমার, চাইছ বৃথাই একলা ঘরে শুয়ে৷ তার চেয়ে বরং হারাই চলো আকাশ খোলা মরুভূমির দেশে, তাকিয়ে দেখ নীহারিকাও ডাকছে কেমন তোমায় ভালবেসে৷                          ✍ প্রভাত..🌠