মিলন

কাঁদবেনা আর জগন্নাথ মানবজাতির মূর্খতায়,
মানুষ যেদিন বিভেদ ভুলে রথ টানবে চাঁদের গায়৷

ঘুঁচবে মনের দ্বিধার বোধ ইফতারে খাবার ছুঁতে,
সবার ঘরে ঢুকবে চাঁদ ঈদের দিনে একসাথে৷

প্রসাদ এসে বলবে বন্ধু খাইনা চল একসাথে,
গরু শুওরের গন্ধ যেদিন মুছবে মানব রক্ততে৷

বোরখাগুলো থাকবে পড়ে একটা কোণে বারান্দায়,
বাঁধন খুলে বাঁচবে মানুষ, প্রেম করবে চাঁদের গায়৷

নবী এসে বলবে হেসে মিলিয়ে দিলাম চারটি হাত,
আনন্দেতে রথের ভেতর নাচবে সেদিন জগন্নাথ৷৷
                        ✍  প্রভাত...🌠

Comments

  1. জাতি ভেদাভেদ ভুলবে যেদিন,
    মানুষ মান-হুঁশ হবে সেদিন।

    বেশ ভালো হয়েছে।

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য