আগামী
মৃত জলাশয়, বাড়ছে গরম উষ্ণায়নের ফলে,
ঝরা পাতা, মরা গাছ মানুষের আগামীর কথা বলে৷
ঝরা পাতা, মরা গাছ মানুষের আগামীর কথা বলে৷
আজও ফিরে চায় পুরান সময় মাঠ-ঘাট, জল, নদী,
মানবিকতার ফুল ছড়িয়ে ঘা ঢাকা যায় যদি৷
উন্নয়নের মরুদ্যানে করবে জলের খোঁজ,
পথের ধারে লাশের পাহাড়, শকুনের পাতে ভোজ৷
হয়তো তবুও থাকবে বেঁচে জনা দুই খুব বেশি,
ভেন্টিলেটারে লাশের গন্ধ ঢাকবে ঘরের এ.সি৷
এভাবে কদিন অক্সিজেনের মাস্ক পরে স্কুল, অফিস?
সময় করে আয়নায় গিয়ে নিজেকেই খুঁজে দেখিস৷
বিষ বাতাসের গন্ধ শুকিস নামিয়ে গাড়ির কাঁচটা,
ইচ্ছে হলে লাগিয়ে আসিস পথের ধারে গাছটা৷
✍ প্রভাত....
Excellent hoyeche
ReplyDelete