রোমান্স বারি
সন্ধেবেলার হঠাৎ ঝড়ে দুলছে ঘরের ঝাড়বাতি,
ধূলায় মাখা শরীর ঝেড়ে মিষ্টি হাসে বর্ষাতি৷
জানলার কাঁচে দু এক ফোঁটা হৃদয়টাকে যায় ছুঁয়ে,
বালিশটাকে জড়িয়ে ধরি বাজের শব্দে ভয় পেয়ে৷
ব্যালকনিতে চেয়ার পেতে পড়ছি শরৎ - রবীন্দ্র,
প্রেম পেলে কল, অথবা দেখি অনলাইন কী করছে "ও"৷
রান্না ঘরে আবদার যায় করতে মা কে ফরমাইশ,
চা-পকড়ি, সঙ্গে ওকে ফোনেই করি আলতো কিস্৷
বৃষ্টি থেকে বাঁচতে দুটো বাচ্ছা কুকুর বারান্দায়,
ডাকলে কাছে সামনে এসে পকড়ি আর আদর খায়৷
বাগানে কিছু আম পড়েছে কুঁড়িয়ে আন এক্ষুনি,
রান্নাঘরের ভেতর থেকে মায়ের গলার ডাক শুনি৷
এই রে! ওই বাবা এল, অফিস থেকে কাকভেজা,
বলল দেখে "সামনে না তোর পরীক্ষা"! যা পড়তে যা৷
পড়ায় কী আর মন বসে? বাইরে যখন ঝিরঝিরি,
বৌদি বলে আসবে? চল খেলব দুজনে সাপ সিঁড়ি৷
দাদাও এল অফিস থেকে হর্ণ বাজিয়ে নতুন কার,
একটু হিংসে, দেখে বৌদির সোহাগ ভরা সে আবদার৷
একটু দূরেই পাড়ার পুকুর, বৃষ্টি হলেই ব্যাঙের ডাক,
দাদা বৌদির নতুন রোমান্স, বাকিটা নাহয় গোপন থাক৷
✍ প্রভাত...🌠
Bah..besh laglo
ReplyDelete