মনখারাপ

আমার চার লাইনের প্রেম, আছে আলমারিতে বন্দী,
আজ ভীষণ মন খারাপ, তাই কাব্য লেখায় মন দিই৷
আমার আমিকে খুঁজে দেখ আজ রয়েছে অনেক চাপে,
রাতের বালিশ তোমায় খোঁজে ভিষন মনখারাপে৷৷

একলা বিকেল মনখারাপের বিষছোবলে মুহ্যমান,
গাছের তলে তোমায় ভেবে পড়ছে হৃদয় গীতবিতান৷

তোমায় না লেখা সব চিঠি জানে মনখারাপের কথা,
তোমার তৃতীয় বিশ্বযুদ্ধ আনে হঠাৎ নিরবতা৷
পদ্মপাতার উপর ইগোর জল করে আনচান,
সম্পর্কের মৃত্যু ঘটায় শুকনো অভিমান৷
পৃথক ভাবে ঝুলছি দুজন উঁই ধরা আমডালে,
আত্মাবিহীন স্বপ্ন কাঁদে একলা অন্তরালে৷৷                                           ✍ প্রভাত...


Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য