সং_সার
স্কুল কলেজের গন্ডি টপকে এখন বিয়ের দোর গোড়ায়,
এই বয়সে সংসারই স্বপ্ন, আর কি ঠিক তেমনি প্রেম পায়?
বয়সের সাথে কেমন যেন হারিয়ে যাচ্ছে অনুভূতি,
থাকবেনা প্রেম, সুখ তো থাকবে, তাতেই বা কী ক্ষতি?
শুধু একটা ভালো বর চাই, তিরিশ-চল্লিশ মাইনে,
আমিও বি.এ পাশ, সুন্দরী, কিছুতে কম যাইনে৷
হানিমুনে ঘুরতে যাব, আদর খাব, আর কি জীবনে চাই?
প্রেম ভালবাসার পুরোন ঝামেলা আর ভাল্লাগেনা ছাই৷
এ কি উটকো ঝামেলা! দেখ আবার মেসেজ এল,
টাইম পাসের ছেলেটা হঠাৎ প্রেম নিবেদন করে গেল!
বন্ধু বন্ধুই বলি, কখনো একটু মাখো মাখো কথা,
দুদিন রিপ্লাই না দিলেই রাগে তার হঠাৎ নীরবতা৷
ছেলেটা যদিও ভালো, তবে চাকরিটা মোটামুটি,
ভাল পাত্র ছেড়ে কী করে এর পেছনে ছুটি!
যদিও ওর আমার প্রতি একটু দুর্বলতা আছে,
তাতে কি? গয়না, এসি গাড়ি কি শুধু ভালবাসায় আসে?
একটা ভাল পাত্র এসেছে, চাকরিটা সরকারী
শিব ঠাকুরের পুজো করা আজ খুবই দরকারি৷
মন্দিরে জল ঢালতে যাব, আজ যে সোমবার,
তবে তো ঠাকুর গড়বে আমার সুখের সংসার৷৷
✍ প্রভাত...
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..