জ্বলছে বাংলাদেশ
#জ্বলছে_বাংলাদেশ
*******************
মানবতা ঠেকে তলানিতে, ধর্ষিতার গোঙানিতে,
হিন্দু, বৌদ্ধ আদিবাসীর দাউদাউ করে জ্বলছে ভিটে৷
ওই যে বাতাস আনছে বয়ে হাহাকারের রেশ,
অমানুষিক ধর্মান্ধতায় জ্বলছে বাংলাদেশ৷৷
#জ্বলছে_বাংলাদেশ
*******************
মানবতা ঠেকে তলানিতে, ধর্ষিতার গোঙানিতে,
হিন্দু, বৌদ্ধ আদিবাসীর দাউদাউ করে জ্বলছে ভিটে৷
ওই যে বাতাস আনছে বয়ে হাহাকারের রেশ,
অমানুষিক ধর্মান্ধতায় জ্বলছে বাংলাদেশ৷৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..