ফিরে দেখা

বারে বারে, চেয়েছি তোমায় ফিরে,
হৃদয়ের বিষাক্ত কোন অনুভূতির ভীড়ে৷
নয়তো বা কোন এক ফুলশয্যায়,
চেয়েছি ভাসতে আমি বিষগঙ্গায়॥

চোখ এসে ফিরে গেছে দুয়ার থেকে,
কড়া নেড়ে বারবার ডেকেছে তোমাকে৷
খিল খুলে ভালবেসে কখনো ডাকনি,
অনুভূতি রঙ দিয়ে প্রেমকে আঁকনি॥

কী জানি কি চাহিদা জীবনে তোমার,
প্রেমহীন জীবন কী হবে পারাপার?
বর্ষা তো আসবেই আষাঢ়ের সাথে,
কান্না বৃষ্টি হয়ে ঝরবেই রাতে॥

উড়ে যাবে একদিন ঠিক কালো মেঘ,
জুড়ে যাবে আমাদের ছিন্ন আবেগ॥
                 ✍ প্রভাত...🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য