স্বাধীনতা

সংবিধানে লেখাই শ্রেয়, বাস্তবতা দূর,
কাকের চেয়েও কর্কশ আজ স্বাধীনতার সুর৷
অফিস, কলেজ, রাস্তাঘাটে
মা বোন ভীতস্ত্রস্ত হাঁটে৷
ধারা শুধু আইন ই জানে৷ পরাধীনতা, অসম্মানে
ঝুলছে বধূ, জ্বলছে দেহ, পুড়ছে পণের খাতা,
কলম ভাঙা হাইকোর্টই জানে ব্যাক্তি স্বাধীনতা৷৷

সাতচল্লিশ, একাত্তরে, পুড়ল মানুষ ধর্মজ্বরে৷
তৎকালীন কূটনেতা রয় সসম্মানে সকল ঘরে৷
স্বার্থান্বেষী চাচার ফন্দি,
সকলই চুক্তিপত্রে বন্দী৷
অ্যাটলি, লেডি মাউন্টব্যাটেন, ধর্মের ধারে দেশকে কাটেন৷
সংগ্রামীদের কাঁদছে আত্মা, গাইছে বিরহগাথা৷
মায়ের বুকের কাঁটাতারে লেখা মানুষের স্বাধীনতা৷

লেখক যেদিন কলম তোলে, নেতা-নেত্রীর মুখোশ খোলে,
লেখনির ঝড় প্রশমিত হয় রাজনৈতিক, পুলিশ বলে৷
বাংলা ছেড়ে তসলিমা যান,
হৃদয়ে বয়ে শত অপমান৷
পরাধীনতার অপমান বয় কলমের নীরবতা,
পরিবর্তিত ইতিহাসে লেখা ভারতের স্বাধীনতা৷৷
                       ✍ প্রভাত...

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য