দলিত
কপাল করে নাম পেয়েছ দলিত,
সমাজ কী আর তোমায় ছুঁতে চায়?
গলায় যদি একটুখানি পড়ে,
নিয়ম ভুলে ডাকব বিছানায়৷
কি ভেবেছিস এক ঘাটে জল খাবি?
একটা ঘাড়ে মাথা কটা তোর?
মরলে তো সেই কূপ নরকে যাবি,
তোর জীবনে আসবেনা আর ভোর৷৷
ঠাকুর ডাকতে যাবিনা মন্দিরে,
জুতোর তলেই তোদের আসল স্থান৷
শরীর ছোঁব গঙ্গা নদীর তীরে,
নিথর শরীর ভাসিয়ে যাবে বান৷৷
উন্নতিতে ছুঁয়েছে মানুষ শিখর,
বিবেক আজও তলানিতে খায় জল৷
কদিন পরে চাঁদেও করবে সফর,
দলিত কবে মানুষ হবে বল?
✍ প্রভাত...🌠
অসম্ভব ভালো লাগল
ReplyDeletevalo hoyeche .
ReplyDelete