বৃষ্টি

#_বৃষ্টি_#

শেষ বিকেলে বৃষ্টি এল ঘরের আঙিনায়,
লিখছি বসে তোমার কথা একলা বিছানায়৷
অভিমানের লু বয়ে যায়, হৃদয় পুড়ে ছারখার,
জীবন মাটির খরার ওপর বৃষ্টি হওয়াও দরকার৷
কয়েক ফোঁটা পড়ছে বাইরে, কয়েক ফোঁটা মনে,
হৃদয় আমার একলা বসে কাঁদছে ঘরের কোণে৷
কতই সুদর্শন সে পুরুষ করল আমার প্রেম চুরি?
আজ হৃদয়ের পাথর ভেঙে বৃষ্টি নামাও দরকারি৷৷

                        ✍ প্রভাত...

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য