ধর্ম

"ধৃ" ধাতুটির সঠিক অর্থ মানুষ যদি জানত,
গরু শুওরের রক্ত কী আর ধর্মে বয়ে আনত?
ধর্ম তা, যা ধারণ করে,
মানুষ বলে বারন করে৷
কুরবানিতে গরু কী আর কোরান পড়ে কাঁদত,
ধর্ম কথার অর্থ যদি সত্যি মানুষ জানত৷

সকাল সন্ধে নিত্য আজান, পূজোর আগে পবিত্র স্নান৷
ঘর জ্বালানোর দৃশ্য দেখে মসজিদে আজ কাঁদছে কোরান৷
মন্ত্র বলি "জয় মা কালী",
নিরীহ পাঁঠা হচ্ছে বলী৷
বেদ বেদান্ত ধর্মবাণী, অবুঝ হয়ে মন্ত্র শুনি,
মন্ত্র শুধুই শব্দ তো নয় মানুষ যদি জানত,
মন্দিরে কি বলীর পাঁঠা মন্ত্র শুনে কাঁদত?

বাঁদর দলে অস্ত্র তোলে, তারায় চাঁদের ব্লাউজ খোলে,
গোপাল তবু বাজায় বাঁশি, মূর্খ গোনে সাত ছিয়াশি৷
পুড়ছে মানুষ ধর্ম জ্বরে
বিধর্মীদের কোতল করে৷
মক্কাটাকে ধাক্কা দিয়ে হাতের সাথে হাত মিলিয়ে
কম্বোডিয়ার আঙ্কোরভাটে মানুষ টেনে আনতো,
হে বিধাতা ধর্ম কী তা মানুষ যদি জানত৷৷
                       ✍ প্রভাত...

Comments

  1. অসম্ভব ভালো লেগেছে। সত্যিই, ধর্ম কি তা মানুষ যদি জানত।

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত