Posts

Showing posts from January, 2017

বন্ধু প্রেমিক

Image
বন্ধু কেন দূরে সরে গেলে আজ ? হারায়েছ নাকি লুকায়েছ কোনখানে, ভয় পেলে নাকি বলবে কি এ সমাজ ? আজও সিক্ত আঁখি চেয়ে তব গৃহপানে৷ স্মৃতির পাতায় দশক আগের কথা, সন্ধেবেলা Tuition হতে ফেরা৷ কথার মাঝে হঠাৎ নিরবতা, দিশাহীন সেই তোমার চোখের তারা৷ অজ্ঞাত ছিল সম্পর্কের মোড়, বন্ধু হয়েই ছিলাম দুজনে বেশ৷ দুষ্টুমিটাই কাটল মনে আঁচড়, ভালোবাসার শুরু হয়েছিল রেশ৷ তুই থেকে কভু তুমি বলে ফেলি আজ বন্ধুত্বে ছিল ভালবাসার বাঁধন৷ একটা Message এ ছুটে যাই ফেলে কাজ, তোর ডাকে বাড়ে হৃদয়ের স্পন্দন৷ সান্ধ্য ভ্রমনে দামোদরের ধার, হয়তো বা কভু জাইকা Restaurant; হঠাৎ কেমন দিন হয়ে গেল পার, আজ Paper Mil এর Miss করি Siren ৷ তুই ছিলি এক মস্ত ঘরের ছেলে, আমি শুদ্র আর জাতিতে তুই কুলীন৷ College শেষে দারুন চাকরি পেলে, করলে আমায় স্মৃতির পাতায় মলিন৷ আমি আজ Masters করে College এ পড়াই বহুদিন হল দেখতে পাইনা তোরে৷ দুচোখ তোকে আজও খুঁজে বেড়ায়, দেখতে তোকে আজও উঠি ভোরে৷                                — প্রভাত...

বিদেশি অনিমেষ

Image
সুদূর সুন্দরী পাহাড়ের কোলে, অসমের এক গ্রামের ছেলে আমি অনিমেষ৷ ছোটবেলা থেকেই মন টানতো আমায় আকাশ, রাতে লক্ষ লক্ষ গ্রহ তারাদের প্রকাশ আমায় মুগ্ধ করত বেশ৷ আমি পাহাড়ি অসমের অনিমেষ৷ School এর Teacher সেদিন পড়াচ্ছিলেন Geography, সে যেন এক স্বপ্নের দুনিয়া, Star, Galaxy, Astrography ৷ স্বপ্নের Space Rocket এ চড়ে, গ্রহ নক্ষত্রে বেড়াই ঘুরে৷ কখনো লাল গ্রহ বা Uranus এ, Black Hole বা Andromeda স্বপ্নে ভাসে৷ College এ উঠে Subject নিলাম Astrophysics , Research করার স্বপ্ন আমার দুচোখ জুড়ে৷ এক Sir বললেন লাগবেনা টাকা পড়তে আসিস, এ স্বপ্ন Grenade ফাটায় গরীব বাবার অন্তঃপুরে৷ আজ প্রথম হয়েছি College এ তাই ডাক পড়েছে America, যাচ্ছি যেথায় দূরবীনেতেও আমার ভারত যায়না দেখা৷ আজ লক্ষ টাকার Scholarship আমার, Research করার সুযোগ পেলাম শেষে৷ অন্য কথা নেইকো সময় ভাবার, গরীব পিতাও ভালোই আছেন দেশে৷ কিভাবে আমায় দূরে ঠেলে দিলে দেশ ? পারতে তুমিও রাখতে আমায় কাছে৷ নাম পেয়েছি বিদেশি অনিমেষ, আজ বাবাও চোখের জল লুকিয়ে হাসে৷                                           — প্রভাত...

ভগ্ন ভালোবাসা

Image
ভগ্ন ভালোবাসা *************** হৃদয় মাঝে ঝিনুক যেমন মুক্তো রাখে ধরে, প্রেমালিঙ্গনে বাহুডোরে বেঁধেছিলেম তোরে৷ ভালোবেসে সেদিন তোরে হৃদয়ে রেখেছিলেম, বিশ্বাস ও ভালোবাসার এক স্বপ্ন বেঁধেছিলেম৷ সাগর তীরে বেড়াই ঘুরে, গান বাঁধি আজ আপন সুরে৷ মাতাল করে স্নিগ্ধ বাতাস, যৌবনে ভরা সদ্য আঠাশ৷ মনে পড়ে সেই চাঁদিপুরের সাগর তটের বালি, তুমি বিনা এই উচ্ছল ঢ়েউ লাগছে কেমন খালি৷ দৃড়তা ছিল কন্ঠে তোমার মিথ্যা আশ্বাসে, তোর দেহের গন্ধ আজও মিশে মোর নিশ্বাসে প্রশ্বাসে৷ খেলার ছলে ভাঙিলে হৃদয় ত্যাজিলে আজিকে মোরে, হারায়ে তোমায় কাঁদিছে হৃদয় কন্ঠ আসিছে ভরে৷ জীবন মাঝে চলিছে হাজার হৃদয় ভাঙার খেলা, আজ হয়তো ভাঙিল আমার কালকে তোমার পালা৷                               — প্রভাত...

জ্বলবে সমাজ

Image
জ্বলবে সমাজ *************** হে সূর্যসেন, হে নেতাজী আবার আসুন দেশে, দেশবাসীকে দেখতে আসুন নতুন কোন বেশে৷ শিক্ষা, ধর্ম ও কৃষিক্ষেত্রে অবাধ চলে রাজনীতি, জনগনকে লুঠছে নেতা কন্ঠে যাদের দেশগীতি৷ মুখের ভাষণে দেশভক্তি, আঁধারে করি ছে কুকীর্তি৷ চুপিসারে কভু আসিয়া দেখুন, ধর্মের নামে জ্বলছে আগুন৷ বিদ্যাসাগর, বিবেকানন্দ আবার যেদিন ফিরবে, আমার লেখার কলম ধরে জ্বলবে সমাজ জ্বলবে৷ ধর্ষন,খুন, Molestation বিঁধছে হৃদয়ে হুল, নেশাসক্ত চেতনাহীন এ যুবসমাজের ভুল৷ মানব জাতির অচেতনতার শেকল আবার খুলবে, আমার লেখার কলম ধরে জ্বলবে সমাজ জ্বলবে৷ ধনির হৃদয় ধন পিপাসু, খাদ্যাভাবে মরছে শিশু৷ নেই দেশভক্তি ভালোবাসা, সকলই নেতা হবার আশা, প্রতিশ্রুতির আশায় শেষে আত্মহত্যা করছে চাষা৷ অপকৃষ্ট, অসৎ মানব এক সারিতেই পুড়বে, আমার লেখার কলম ধরে জ্বলবে সমাজ জ্বলবে৷                              — প্রভাত...

ঘুষ সমাচার

Image
ঘুষ সমাচার ************ ঘুষখোরির প্রবনতা মিশ্রিত আজ রক্তে, কেরানি হতে Officer তাই ঘুষ খায় বিনা শর্তে৷ একশ টাকায় বিকোয় Police মন্ত্রী বিকোয় হাজারে, হাজার হাজার চাকরি বিকোয় উচ্চ মূল্যে বাজারে৷ রাস্তার গড়ার Tender এ নেয় লক্ষ টাকার ঘুষ, ঘুষের জেরে দেনায় ডোবে শত দরিদ্র মানুষ৷ সৎ Officer হলেও জ্বালা, খুনের ভয়ে বোবা - কালা; ঘুষ না খেলে Smuggler গন করবে দেহ ফালাফালা৷ উচ্চ পদের আধিকারিক ঘুষ দিয়ে যায় চেনা, ঘুষের টাকায় বাড়ি গাড়ির অবাধ বেচাকেনা৷ শিক্ষা ক্ষেত্রেও ঘুষ চলছে Donation এর নামে, শত ডাক্তার পাশ করছে লক্ষ টাকার দামে৷ Train Ticket এ ঘুষ লাগছে করতে Reservation, ঘুষ ছাড়া কেউ পায়না নিজের মাসিক Pension ৷ চিহ্নিত করি আসুন সকল ঘুষখোরদের আজই, প্রশাসনের বিরুদ্ধে আজ আন্দোলনে রাজি৷                 — প্রভাত...

তোমার অন্বেষণে

Image
তোমার অন্বেষণে **************** খুঁজে ফিরি তোমায় বারেবারে, গহন গভীর অন্ধকারে, ব্যাকুল আজও হৃদয় মম, তোমার খোঁজে এ সংসারে৷ হৃদয়ের Canvas এ আঁকা, চাক্ষুষ হয়নিকো দেখা, গভীর রাতে চাদর তলে তোমায় স্বপ্নে ভাবি একা একা৷ সেই ঠোঁট যেন লাস্যময়ী Angelina, চুম্বনের কম্পন দেহে বাজায় বীণা, গভীর স্বপ্নে তোমার সাজাই বাসর দিবালোকে কেন তবু থাকো অচেনা ? বরুফে সিকিম হতে লবনাক্ত আন্দামানে, আঠাশে হৃদয় আজো তোমার অন্বেষণে, এসো হে ললনা আজ পূর্ণ করো মোরে জুড়ায়ে দাও প্রাণ দেহের সুগন্ধি আঘ্রাণে৷                                     — প্রভাত...

পূর্ণতা

Image
পূর্ণতা ******* পূর্ণতার আকাঙ্খায় দুই রূপসী পাহাড় মধ্যবর্তী উষ্ন উপত্যকা; তোর বন্য আবেগ যেন বোশেখ মাসে নিচে লাল মাটির ছ্যাকা৷ স্পর্শে কম্পিত হয় ভূমি, ক্ষরে আগ্নেয়গিরির লাভা; ঝাঁঝাল গন্ধে বাড়ে উন্মত্ততা, এবার বিষ্ফোরনের পালা৷ শান্তি পাক ক্লান্ত দুটি প্রান, পূর্ণতা পাক ভালোবাসা, আজ Urenus এও ঝরেছে ঘাম, জোছনার আলো হারায় ভাষা৷                                        — প্রভাত..

চেতনা

Image
চেতনা ********* যেথা কভু দোর খুলে আসেনাই আলো, সেথা এসে ভীড় করে জগতের কালো৷ মানবিকতা বিহীন শত সামাজিক যাতনা, এ শুধু আলোকহীন বিবেক চেতনা৷ ধর্মিয় গোঁড়ামির মূলে অবুঝ বিশ্লেষণ, ধর্মের দোহাইয়ে বিষায় শিশুসুলভ মন৷ অসামাজিক কার্যকলাপ অশিক্ষা যার মূলে, শিশুশ্রমের মূলে ক্ষুধা নাম নেই আজ School e সন্ত্রাসবাদ হয়না লুপ্ত বোমা আর বন্দুকে, মানবিকতার রত্ন লুকায়ে শিক্ষার সিন্দুকে৷ ইতিহাস আজ পরিবর্তিত রাজনৈতিক চাপে, অশিক্ষা ও অর্ধশিক্ষা ভরায় সমাজ পাপে৷ সুস্থ সমাজ গড়তে জাগাও প্রেম প্রীতি ও শিক্ষা, ধর্ম জাতির নির্বিশেষে চেতনার প্রতীক্ষা৷                       — প্রভাত...

বস্তির ছেলে

Image
বস্তির ছেলে ************ নোংরা নামেই পরিচিত জাতির অবক্ষয়, আঁধার রাতে হঠাৎ দেখে করিস আমায় ভয়৷ রানারের ন্যায় চলেছি ছুটে সূর্য ওঠার আগে, রাজপথে তোর পায়ের ধূলো কুঁড়োই নোংরা Bag এ৷ পৌরসভার নর্দমাতেও লাগাই কভু হাত, তবুও হায়রে পোড়া কপাল নাম জোটে বজ্জাত৷ কাজ পাইনা নোংরা বলে, সেই হাতই তোর নোংরা তোলে; আমায় দেখে ভ্রু কুঙ্চিত, সমাজ আলোয় সুসজ্জিত; আমি কর্মহীন কর্দমাক্ত, ক্ষিধেয় আঁখি অশ্রুসিক্ত৷ সভ্য সমাজে সামাজিকতার পিষ্ট পদতলে, আমি নামহীন পরিচয়হীন এক বস্তির ছেলে৷                          —প্রভাত...

বন্ধু

Image
বন্ধু ***** হঠাৎ স্মৃতির মনিকোঠায় ভীড় করে শৈশব, বিকেল বেলায় বকুল তলায় কাবাডি খেলার রব৷ সকাল বেলা দলবেঁধে সব ইস্কুলেতে যাওয়া, Class er ফাঁকে Tiffin Break এ Share করে খাওয়া৷ বন্ধু ছিল ভাতৃসম এক প্রান এক জাতি, মনেপড়ে আজও সেসব স্কুল পালানোর স্মৃতি৷ বুদ্ধিমানের কম বন্ধু বলছে গবেষণা, বন্ধু নামে কুকর্মে কেউ দিচ্ছে প্ররোচনা৷ বন্ধুরা আজ বন্দী শত Whats app , Facebook এ পরিচিত কিনা যায়না বলা দাঁড়িয়ে সম্মুখে৷ বন্ধুত্ব আজ ঠুনকো কত বন্দী মোবাইলে, আজকে সখা সত্যি একা চোখ তুলে চাইলে৷                      — প্রভাত...

স্বপ্ন

Image
স্বপ্ন ***** বাল্যকালের স্বপ্ন আমার বেড়ে ওঠার তাড়া, দিগন্তহীন স্বপ্নগুলি কেমন ছন্নছাড়া৷ স্বপ্নগুলি ছোট্ট তবু রঙীন চাদর মোড়া, রোদ দুপুরে খেলার সাথী নতুন চটিজোড়া৷ বছর দিনে গড়িয়ে এল আমার কিশোর কাল, নিত্যনতুন স্বপ্নে রঙীন ভাবনার আকাল৷ School - College এর দিনগুলিতে অগ্রগতির আশা, ভবিষ্যতের স্বপ্ন দেখায় নতুন ভালোবাসা৷ জীবন জুড়ে কত শত স্বপ্ন ভাঙে হায়, আবার নতুন স্বপ্ন সাজাই কি বা আসে যায়৷ যৌবনের সব স্বপ্নগুলি তোমায় নিয়ে ঘেরা, একটি গোলাপ সঙ্গে নিয়ে Office পথে ফেরা৷ দিন বদলে স্বপ্ন ভাঙে সময় রথের চাকায়, জীবন মাঝে ভালোবাসা আবার স্বপ্ন দেখায়৷                      — প্রভাত...

ব্যবসায়ীর প্রেম

Image
ব্যবসায়ীর প্রেম *************** সাধারন এক মধ্যবিত্ত স্বর্ণকারের ছেলে, ছোট্টবেলায় দিনগুলি মোর কাটতো হেসেখেলে৷ নিত্য নতুন প্রযুক্তিতে বিশেষ আমার ঝোঁক, স্বপ্ন ছিল Computer  ব্যবসা আমার হোক৷ যৌবনেতে তোমায় দেখে হারিয়ে ছিলাম মন, একলা দিনের সঙ্গী ছিল Carate প্রশিক্ষন৷ প্রবেশিলে জীবন মাঝে হৃদয় খানি ছুঁয়ে, আনন্দেতে হৃদয় নাচে পা পড়েনা ভুঁয়ে৷ বিয়ের বয়স আসন্ন তাই চাইছি তোমার হাত, তোমার পিতার জাতের দোহাই ঘটাচ্ছে ব্যাঘাত৷ বেসেছি শুধু তোমায় ভালো মানিনা জাতপাত, তবুও আমায় অছুত বলে ছাড়িয়ে নিলে হাত৷ বাঁচাতে আজ তিনটি জীবন বেঁচছি কভু বিড়ি, তাইতো তোমার জীবন রথের নইকো আমি সিঁড়ি৷ চাইছো তুমি জীবন সাথী সরকারি চাকুরে, যন্ত্রনা মোর কোমল হৃদয় খাচ্ছে কুঁরে কুঁরে৷ লাগবে যেদিন শুন্য জীবন করবে নিজেই Blame, সেদিন তোমার পড়বে মনে এ ব্যবসায়ির প্রেম...                             — প্রভাত...

জীবন

Image
জীবন ******* জীবন মানে ছোট্টো বেলার হারানো সব স্মৃতি, দাদুর গল্পে সন্ধে বেলায় পড়াশোনায় ইতি৷ সকাল হতেই স্নানটি সেরে ইস্কুলেতে যাওয়া, Tiffin Break এ Gate এর বাইরে ফুচকা ঘূগনি খাওয়া৷ জীবন মানে College এ গিয়ে প্রথম দেখায় প্রেম, Class এর শেষে Common Room এ Carom Board এর Game. জীবন মানে সকাল হতেই Office যাবার তাড়া, নিজের মনেই বলে ওঠা জীবন ছন্নছাড়া৷ জীবন মানে হঠাৎ কোথাও তোমার সাথে দেখা, তোমার ছলে প্রেম বিয়োগে নদীর ধারে একা৷ জীবন মানে স্মৃতি মধুর বিয়ের প্রথম রাত, ভালোবাসার উষ্ন আবেগে প্রথম আঘাত৷ জীবন মানে প্রানের প্রিয় প্রথম সন্তান, হয়তো কভু ছুটির দিনে সমুদ্দুরের স্নান৷ বয়সকালে একলা বসে স্মৃতির পাতায়, জীবন তোমায় লিখব কভু আমার কবিতায়৷                     —প্রভাত...

জীবনের পথে

Image
জীবনের পথে ************* তোমার আশার মিথ্যা দোলায় দুলছে হৃদয়, চলেছে জীবনের পথ ধরে হতাশার Convoy, ধীরে ধীরে তোমার সকল স্মৃতি বেদনার ধুলায় মলীন, জীবনের Cyclone এ সপ্নেরা দিশাহীন৷ জীবন হতে মরনের অসমতল পথে ক্লান্ত রক্তাক্ত পদতল, কে যেন কাটা ঘায়ে ছড়াল Petrol, মোরে আবার বাঁচতে শেখায় বক্সার পাহাড়ি নৃপেন, শুধু আজ নতুন বছরে স্মৃতির অগোচরে আমার সে বনলতা সেন..                            —প্রভাত....