Posts

Showing posts from May, 2019

তফাৎ

ধ্রুবক, দানবী ক্ষিধে পরিণত, কথায় ভোলে না৷ দহন অসহ্য হলে তুমুল দুর্যোগ আবহাওয়া বদলে দিও ঝড়৷ শৈশবের মৃদু মৃদু ঢেউ যার ছিটে শহর গড়েছে৷ দু চোখে এনেছ ঘুম বারে বারে স্বপ্ন দেখব...

মুখোশ

শিৎকার, শিৎকারে ক্ষয়, গুণী চরিত্রের জয় পরাজয় ক্ষমায় ভুলিনি৷ যে স্পর্শ চেনেনি জরা, পরম বিশ্বাসে কুম্ভনিদ্রা পাশে বদরক্তে দৃঢ়, সুপ্ত লিপ্সার বিনুনি৷ চৌকাঠ পেরোলে ঘৃণা নি...

বীথিকা সঙ্গমে

খেজুরে আলাপ ছেড়ে বনবীথিকায় নিভৃতে রতির আত্মসুখ৷ পাখি ও পায়ের শব্দে আত্মমগ্ন, দেহে পলাশের সুগন্ধি তাড়না৷ প্রকৃতি কাপড় খুলে ভেঙে দিচ্ছে সতির সংযম৷ সভ্য পরকীয়া নয়, বন্যত...

আহূতি

শেয়ানের বিষাদ ক্রিড়ায়                 বেঁচে ওঠে ভগ্নাশেষ প্রাণ কেবলই স্মরণ করে টেরাকোটা পেরিয়ে এলাম৷ আঁচড়েই ঠিকরে আসে জ্যোতি হৃদয় মিলিত হলে মৃত্যুরাও ক্ষমা করে ক্ষতি...

দাগ

জীবন বাঁচাবে বলে ঝাঁপ দিচ্ছ মূর্খের অনলে.. মুখোশে স্বরূপ ঢেকে ছদ্মবেশে দোষারোপ চলে৷ পিঠে কার চাবুকের দাগ? তোমাকে চিনিয়ে দেবে                 বিপরীতে আয়নার স্বভাব৷ যে কা...

অপূর্ণ

আড়াল থেকে দেখবে আমার গায়ে অপার্থিব কান্না লেগে আছে বৃষ্টি থেকে পৃথক হয়ে ঝরছে তোমার নামে৷ বৃষ্টি যেদিন ভাসিয়ে যাবে, সামলে নেবে কান্না অহংকারী নাকের নিচে, ঠোঁটের কোণে পান...

দূরত্ব

সে আসে দয়ার মতো, তাই দেখে নেচে ওঠে তৃণ, যেন তার জন্ম হবে বালির ভেতরে৷ কল্পনার পূর্বে কোন পরীও থাকে না৷ প্রয়োজনে পাওয়া যাবে সে বিশ্বাস কই? হাওড়ার ফুটপাথে, ব্রিজের কানাচে কার...

পেখমবাড়ি

অন্ধকারের সবুজ পেখমবাড়ি পেছন ফিরে হাঁটছি অজান্তেই ছায়ার শেকড় গোটাচ্ছে পাততাড়ি রোদের তো আর বাপের বাড়ি নেই৷ জলের ওপর সাজালে মৃত্যুকে পুকুর পাড়ে স্টেটাস ডোবার দায় জীবন ...

রবীন্দ্রনাথ

নিভৃত হৃদয় ছবি শতবর্ষ ধরে কান্নার প্রহরে জীবনের উন্মেষ বা শোক একই পাত্রে পূর্ণ অবস্থান৷ তোমার আশ্রয় গৃহ জন্মের প্রমাণ৷ যুদ্ধহারা শিথিল আবেগে বন্ধ্যা-বৃন্ত শবমূর্তি ...

যে ঝড়ে দধীচি জন্মায়

যে ঝড় আসেনি তার প্রয়োজন ছিল? গোছানো মৃত্যুর পরে স্বাধীনতা কত সেসব জানেনা ওই গৃহস্থ যে দ্বারে ঝড় তার নিশান রাখেনি নীরস, শান্তির মৃত রূপে৷ গতি ও ধ্বংসের মাঝে বাঁচার অভ্যাস...

গুচ্ছ কবিতা

১) নিভৃতে শ্মশান ঘরে এসে নিয়ে যায়,          বাঁচিয়ে পোড়াবে৷ যেভাবে মোহেরা জ্বলে চরম বিশ্বাসে বা আঘাতে৷ ২) ওপ্রান্তে আয়নার ভ্রমে রন্ধ্রে রন্ধ্রে পুঁতে দিচ্ছ বিষ৷ যাকে প্...

ঝড়

আগুনের গর্ভগৃহে বেড়ে উঠে আঘাত প্রবণ৷ আসক্ত ঘুর্ণির বেগ চরিত্রের অন্তরালে ঢুকে.. নিজেরই পৃথক রূপ নিমগ্ন সত্তায় চিনে নেওয়া দুর্লভ জেনেছি৷ চোখের শলাকা ছাড়া আর কোন উল্কাপিণ্ড নেই৷ আছাড় মেরেছে যত, বুকে টেনে নিয়েছে আমায়৷ দূরত্ব নস্যাৎ করে নীবিড় উষ্ণতা, যেন তার বুক থেকে সরিসৃপের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে৷ বাহুতে ধ্বংসের সুখ... তারও ব্যথা স্বর্গীয় প্রণয়৷ যতটা আগুন আছে পৃথিবীতে তত জল নেই৷ সমীহ ও নিঃস্বতার মাঝে যার বাস, তার গন্ধে নিজেকে পোড়াই৷ ঝড় আর বেশি দূরে নয়৷ এবেলা   ওবেলা, প্রতিক্ষণ টুপটাপ শব্দের আভাস৷ বৃষ্টি এক পরম্পরা, নতুন জন্মের৷ হে মেঘ, জটার কেন্দ্রে সর্বগ্রাসী হও, বদ্ধ কফিনের শিরে আঘাতে আঘাতে মুক্ত কর অহল্যাবিকার৷ তুমি যাকে মৃত্যু বল সে আমার প্রেমিকার ঘ্রাণ৷