আর্তনাদ

ভোরের আলোয় যন্ত্রণারও একটা কঠিন নাম ছিল৷
ঘুমের ভেতর চেনা স্বরে কে যেন "মা" ডাক দিল৷

কুমারিত্বের লজ্জা জুড়ে...
নামিয়ে রাখা, আস্তাকুড়ে...

কোল হারা ওই শিশুর গলায় করুণ আর্তনাদ ছিল॥
                     ✍ প্রভাত ঘোষ.💌

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য