আজ বছর দশ পর
হাঁ করে কৃষ্ণচূড়ার বুকে তাকাতে তাকাতে
মন খুঁজে পায় বছর দশেক আগে
কোন ফেলে আসা সন্ধ্যা৷
ঝরে পড়া ফুলের গন্ধটা খুব - খুব চেনা,
বিকেল ছিল ব্যস্ত ভিষণ, সঙ্গহীন...
চাপা হাহাকার, বালিয়াড়ি৷
ভালোবাসা ধূসর তখন৷ সিটি সেন্টারের
ফুটপাথ ধরে হেঁটে চলা প্রেমিকের
ভীড় দেখে ঈর্ষা গিলে নিই৷
আজ দশক শেষের সন্ধ্যায় শরীর ছুঁয়ে...
আদর মাখা চি-বুক সেই ফুটপাথে,
ফেরার পথে স্ট্রিটলাইটের
আলোর নিচে প্রতিবিম্বের চোখে চোখ রেখে
বলে... পূর্ণতা নয়, কলমের প্রেরণা
আজও ক্ষত ছোঁয়া একাকী মুহূর্তেরা৷
✍ প্রভাত ঘোষ.💌
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..