খড়কুটো

কংক্রিট ভীড়ে দীর্ঘশ্বাস ফেলে প্রকৃতিও বোবা হয়ে যায়, ব্যর্থ কবিতার মত৷ 
একুশের কথা মনে রাখে কত জন? আমি, তুমি, নিভে গেলে বেলা পড়ে যাবে সহজাত৷
অরণ্যের দিন লেখা হয় সংরক্ষণের তাগিদেই৷

কবিতাও আজ মৃতপ্রায়৷ বারবেলা, শুকিয়েছে খিদে৷

তবু যারা হাল টেনে যায়, লিখে চলে মানুষের কথা, দ্বিধাহীন... শুকতারা দেখে... 
জগতের শেষ সীমা শেষে, শেষ শ্বাস ডুববার আগে, পাটাতন হাতড়ানো হাত খুঁজে পাবে খড়কুটো কিছু, আরণ্যক কবিতার মাঝে৷
                     ✍ প্রভাত ঘোষ.💌

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত