তেষ্টা

মনের ভেতর যখন গোলাপ ফোটে,
প্রখর রোদের প্রেমও শান্তিময়৷
জ্যোৎস্না ছোঁয়া হৃদসমুদ্রতটে
জড়িয়ে ধরে আদর করতে হয়॥

এই তো ক-দিন... ভুলে যাই৷ বেঁচে যাই৷
বুকের ভেতর স্নিগ্ধ শীতল ঢেউ৷
আলো আঁধারির ঝিকমিকি মোহনায়
রিক্ত বালির ঠোঁট ছুঁয়েছে কেউ৷

তেষ্টা কোথায়? গলা না বুকের মাঝে?
জৈষ্ঠের মাটি শুষে নিতে চায় জল৷
কম্পাসহীন৷ আকাশের আন্দাজে
ক্লান্ত নাবিক৷ শুকতারা সম্বল৷

স্বপ্নিল চোখ জোনাকির মত ওড়ে,
শূন্য বুকের মেপে নেয় উষ্ণতা৷
ভেঙেছে অতীত কতটা ঝাপটা-ঝড়ে...
তবুও তো ক্ষত ভুলে থাকাটাই প্রথা৷
                 ✍ প্রভাত.💌

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত