ক্ষয়ীষ্ণু
এক শহরের পথ চলা, ধর্মীয় রামনবমীর...
কবরের উঠে আসে ফণা৷ মহরম শান্ত, বধীর!!
দূর থেকে উড়ে আসে ইঁট৷ পদধূলি, ঠুকেই প্রণাম৷
ভোটে বাঁধা ধর্মের গিঁট, অপবাদে যে যায়, সে রাম৷
ধিক্ যত ধ্বজাধারী দল, ক্ষয়িষ্ণু৷ ক্লান্ত পথিক৷
ভয়ে যারা থাকে, দুর্বল৷ সহিষ্ণু মৃতের প্রতীক৷
ঘুর পথে দেখে মাথা কাটে, ঘুপচিতে৷ নির্জন স্থান৷
দোষ কার? পথে যারা হাঁটে? দাঙ্গার হয়না প্রমান৷
আজ কিছু বেঁচে গেছে মাথা৷ একতায় বিধাতা বিচার৷
ছেলে হারা ভুলবেনা ব্যাথা, ঘাসে ঢাকা নোংরা পোকার৷
মূল গাঁথা বারুদের স্তুপে, ফুলকির দোষই বা কত?
রাজনীতি পা'ও ফেলে ফুঁকে৷ নাগরিক, তারাই মরে তো৷
যত দেহ লাশ, সব জানে, দাঙ্গায় ধর্ম কাদের...
সব তীর ছুটে আসে কানে৷ মৃত যারা তারাই কাফের৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..