ঘুম
ঘুম, সে তো শেষ নয়, নতুন দরজা৷
হাঁটা পথে থেমে গিয়ে ধূলো ঝেড়ে শুয়ে পড়া যেন...
মুছে যাবে ক্লান্তিরা প্রান্তরে, সব শেষে, ভোরে৷
ঘুম আসে জীবনের৷ মুকুলেরা ফের জেগে ওঠে৷
গুলি ছোটে প্রতিদিন হাজারো চিন্তার৷
আর একদিন চাই নক্ষত্রের পিছু নিতে৷
তমশাও ঠিক তবে চাঁদ ছোঁবে ভোরের আকাশে৷
শুধু একঘুম চাই৷ ডুব-শ্বাস, প্রতি ডুবুরির মাথাপিছু৷
সম্পর্কের মাঝে দীর্ঘশ্বাস এলে, ডুবে এসো পাহাড়িয়া নদী৷
দৈনন্দিন ঘাটা চটিজোড়া তুলে রেখে...
ঘুম চাই বর্ষারও৷ বেশি জলে সলিল সমাধী৷
কাজ... শুধু কাজ নয়৷ জীবনের ঘুম চাই কিছু৷
✍ প্রভাত ঘোষ.💌
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..