নির্ঝরা

একদিন থেমে যেতে হয়৷ নিঃশব্দে গহীনে৷
ঝরে পড়া পাতাদের মতো৷ শেষ দিন শেষে৷

বহুদিন কাঠ কেটে গেছে কাঠুরিয়া৷ নদীর কিনারে৷
লোভ নেই ক্ষোভ নেই, সোনা রূপো চায়না কিছুই৷
শেষ দিনে সে তো শুধু ঘ্রাণ নিতে চেয়েছে কাঠের৷

কেউ কেউ নিভে যায় বিপরিত প্রতিক্রিয়া বলে৷

ওদের থামিও না৷ বয়ে যাক নদী হয়ে ওরা৷
কৃত্রিম বাঁধ দিয়ে বেঁধোনা৷ ভেঙে যাবে, ভেসে যাবে গ্রাম৷
সাগরের জলে মিশে থেমে যাবে ঠিক৷ গর্ভে স্থান নেবে কত কত প্রাণ৷

ওদের সময় হয়নি এখনো৷ থামার হয়না কোন দিন, হয়না বয়স৷ ইচ্ছে হয়৷
                 ✍ প্রভাত ঘোষ.💌

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য