নস্টালজিয়া

হৃদয়ের সুর আছে
প্রেম ভরপুর আছে, তবু খোলা হাসি ভরা প্রাণ নেই৷

জীবনের দোলাচলে
ক্ষত কিছু কথা বলে৷ পিয়ানোটা পড়ে আছে, গান নেই৷

ব্যস্ত রাস্তা গুলো
ছোটে গাড়ি ওড়ে ধূলো৷ সেই কবে কাটা গেছ, প্রাণহীন৷

গন্ধটা মনে পড়ে৷
এইতো সে দিন ঝড়ে ঝরেছিল ফুল কিছু৷ সঙ্গীন৷

স্মৃতি সব জলছবি
ইচ্ছে হলেই ডুবি, ঘুরপথে, কলেজের রাস্তায়...

পাঁচটা ছেলের দল
গীটারটা সম্বল, গান ধরা, বিড়ি টানা, সস্তায়৷

শীতল পাতার ছায়া,
নির্ভয়ে প্রেমছোঁয়া, এক ডাবে দুজনার ভাগ হয়৷

গ্রীষ্ম বা শীত হোক
বাতাসের সম্ভোগ, ঠাঁয় তুমি গুনে গেছ কনভয়৷

নস্টালজিয়া সেই,
বেঁচে আছে স্মৃতিতেই, দোলা নেই কদমের গাছটায়৷

কোথায় কিশোর কাল
গলে গেছে, কঙ্কাল৷ ঘড়িটাও থেমে গেছে পাঁচটায়৷
                    ✍ প্রভাত ঘোষ.💌

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য